এখনো বদরুলের ভয়, আম্মা ডেকে কাঁদছে খাদিজা
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের চোখে এখনো ছাত্রলীগ নেতা বদরুল আলমের ভয়ের ছাপ। খাদিজা স্বজনদের দেখলেই চোখের পানি ছাড়ছেন, ঠিকঠাক বলতে পারছেন না কোনো কথা। খাদিজার মা মনোয়ারা বেগম মেয়ের সঙ্গে কথা এমন তথ্য জানিয়েছেন।
মনোয়ারা বেগম বলেন, খাদিজা শুধু কান্না করছে, তার দুই চোখে আমি আতঙ্ক দেখেছি। আমার মেয়ের ভেতর থেকে এখনো সেই ভয় কাটছেনা। আমাদের দিকে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েই থাকে। ডাক দিলে সাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা শুধু তাকে ভরসা দিয়ে আসছি, এখনআর তার কিছু হবে না।
তিনি বলেন, আমার মেয়ে শিশুর মতো হয়ে গেছে। তাকে বলছি আমি তোমার আম্মা, তখন সে আম্মা বলে ডাকছে আর কাঁদছে। তারবাবাকে বাবা বলেও ডেকেছে। কথা বলতে তার খুবই কষ্ট হচ্ছে।
কান্নাজড়ি কণ্ঠে খাদিজার মা বলেন, যে আমার মেয়েকে এমন করেছে তার সুষ্ঠু বিচার চাই। তা না হলে খাদিজার মতো আরো অনেক মেয়ে এ ধরণের ঘটনার শিকার হবে। কতটা নির্মম আর অমানুষ হলে একটা মেয়েকে এভাবে কুপিয়ে মারার চেষ্টা করে আমি ভাবতে পারি না।
চিকিৎসক ও পরিবার সূত্রে জানা গেছে, খাদিজা ধীরে ধীরে তার স্মৃতিশক্তি ফিরে পাচ্ছেন। শরীরে যেসব অংশে যখম হয়েছে, সেসব জায়গার ব্যথার যন্ত্রণায় ছটফট করছে সে। তার শরীরের বাম দিকের অনুভূতি এখনো ফেরেনি; আরো কিছু সময় লাগবে। তবে সে ডান হাত ও ডান পা নাড়াতে পারছে।
এদিকে হামলার ঘটনায় বদরুলের বিরুদ্ধে খাদিজার চাচা আব্দুল কদ্দুসের দায়ের করা মামলার চার্জশিট আগামি রোববার আদলতে দেওয়া হবে বলে মামলা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। চার্জশিটে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী সাতজনসহ ৩০ জন সাক্ষ্য দিবেন।
অপরদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুলের পক্ষে আদালতে কোন আইজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের আইনজীবীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন