এখনো যেভাবে জিততে পারে বাংলাদেশ
বৃষ্টির কারণে ভেস্তে গেছে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন। জয়ের অনেক সম্ভাবনা জাগলেও বৃষ্টির কারণে শুধু আক্ষেপেই পুড়তে হচ্ছে বাংলাদেশের সমর্থকদের। হাতে মাত্র দুদিন থাকলেও এখনো বাংলাদেশের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসুন জেনে নিই কীভাবে এখনো এই টেস্ট জিততে পারেন টাইগাররা।
অল্প রানে কিউইদের বাকি তিন উইকেট তুলে নেওয়া
দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৬০ রান করেছে নিউজিল্যান্ড। ৩ উইকেট হাতে রেখে বাংলাদেশের চেয়ে এখনো ২৯ রানে পিছিয়ে বাংলাদেশ। সোমবার দ্রুতই বাকি তিনটি উইকেটে নিতে হবে তাসকিন-রাব্বিদের। লিডটা কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। মিরাজ বা সাকিবকে দিয়ে দিনের শুরুটা করলে ভালো ফল পাওয়া সম্ভব। টিম সাউদি বা হেনরি নিকোলস কেউই স্পিনারদের বিপক্ষে ততটা স্বচ্ছন্দে খেলেন না।
ব্যাট হাতে জ্বলে উঠতে হবে তামিম-সাকিব-সৌম্যদের
দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ইনিংসে ব্যাট হাতে কিছু করতে পারেননি তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠতে হবে তাঁদের। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ব্যাটিংয়ে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব পালন করতে হবে।
স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ
নিউজিল্যান্ড যেহেতু চতুর্থ ইনিংসে ব্যাট করবে, তাই টাইগারদের জয়ের জন্য স্পিনারদের ভূমিকাটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিরাজ-সাকিবদের সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদকেও বল হাতে দায়িত্বশীল হতে হবে। কিউই কন্ডিশনে পেসাররা যেহেতু বাউন্স ও সুইং পাচ্ছেন, তাই তাসকিন-রাব্বি রুবেলদেরই মুখ্য ভূমিকাটা পালন করতে হবে।
এবারের সফরে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। শেষ টেস্টটা জিতে অন্তত ‘কিছু একটা’ নিয়ে দেশে ফিরতে চান তামিম-সাকিবরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন