এখন অন্যতম মৌলিক চাহিদা ইন্টারনেট
ইন্টারনেট এখন মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার বাংলাদেশ আইসিটি এক্সপো, ২০১৫ মেলার শেষ দিনে আউটসোর্সিং কাজের দেশি বাজার (অনলাইন মার্কেটপ্লেস) বিল্যান্সার আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্যান্সারের প্রতিষ্ঠাতা শফিউল আলম। তিনি বিল্যান্সারের বিভিন্ন বৈশিষ্ট্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা জায়গা তৈরি করেছি। এখন ফ্রিল্যান্সার-বায়াররা মিলে এটাকে সমৃদ্ধ করে তুলুন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বিল্যান্সারে ২০ লাখ টাকার প্রথম কাজটি দিয়েছে আইসিটি ডিভিশন। এ ছাড়া বাংলাদেশ সরকারের ৫০টি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ আমরা এখানে দিতে পারি। আমি নিজেও একজন নিবন্ধিত সদস্য।’
একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা না করে সবাই মিলে একটি প্রতিষ্ঠানকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার পক্ষে মত দেন বেসিসের সভাপতি শামীম আহসান। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান সেমিনারে ফ্রিল্যান্সারদের উদ্দেশে বলেন, ‘আপনারা বায়ারদের অনুরোধ করুন, তারা যেন বিল্যান্সারের মাধ্যমে আপনাকে নিয়োগ দেয়।’
এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আশ্রাফ আবিরের সঞ্চালনায় সেমিনারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, থিম বাকেটের হেড অব আইডিয়াস হাসিন হায়দার বক্তৃতা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন