এখন আমি সিঙ্গেল, স্পেশাল কোনও বয়ফ্রেন্ড নেই : মানালি

ভারতীয় বাংলা সিনেমা জগত ও টিভি চ্যানেলের জনপ্রিয় মুখ মানালি দে। জনপ্রিয় সংগীত শিল্পী সপ্তকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছ বেশ আগেই; বিচ্ছেদ ভুলে গেলেও এখনও কোনও বিশেষ বয়ফ্রেন্ড নেই বলে জানিয়েছে এ তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার থেকে শুরু করে পরিবারের বিভিন্ন প্রসঙ্গও উঠে আসে। তখন সপ্তকের বিষয়ে বলতে গিয়ে জানান, ব্যস্ততা না থাকলেও এখন আর সপ্তককে মিস করব না। আসলে মা মারা যাওয়ার পর মনে হয়েছিল এর থেকে বেশি দুঃখ আর আমি পাব না। সপ্তককে চিনতাম ছয়বছর। আর মা তো…। মাকে ছাড়া যদি থাকতে পারি, তা হলে ছয়বছরের সম্পর্ক আর মিস করার জায়গায় থাকে না।
বিয়ের প্রসঙ্গে মানালি বলেন, বিয়েটা ওই সময়ের জন্য ঠিক ছিল। ভালবেসে বিয়ে করেছিলাম। বিচ্ছেদের পর প্রচুর বার দেখা হয়েছ অনেক জায়গায়। আগে হলেও এখন আর অস্বস্তি হয় না। আসলে সম্পর্ক ভেঙে গিয়েছে, কিন্তু বন্ধুত্ব আছে এটাতে খুব একটা বিশ্বাসী নই।
তিনি বলেন, বিয়ে ভেঙে যাওয়ার পর বন্ধুরা অনেকে সান্ত্বনা দিতে এসেছে। কিন্তু আমি স্মার্টলি কাটিয়ে দিয়েছি। আমি এটা পারি। আমি যদি দেখাতাম আমি অ্যাভেলেবল, আমার দুঃখ শেয়ার করার জন্য পাশে একটা কাঁধ চাই। নিশ্চয়ই পেতাম। কিন্তু আমি এন্টারটেইন করিনি। এখন আমি সিঙ্গল। স্পেশাল কোনও বয়ফ্রেন্ড নেই।
বিয়ে করবেন কিনা তা নিয়ে মানালি বলেন, বিয়ে তো ডেফিনেটলি করব। তবে সবটাই সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন