এখন আর বিতর্ক নেই, কে সেরা?
মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি বিরাট কোহলি। রানের খাতা খোলার আগেই কুলকারনির শিকার হয়ে সাজঘরে ফিরে যান। তার ধারাবাহিকতার অভাবটা শেষ পর্যন্ত মোটেই বুঝতে দিলেন না এবি ডি ভিলিয়ার্স। ৪৭ বলে সমান পাঁচটি করে চার ও ছক্কায় ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফাইনালের টিকিট এনে দেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। এদিন গুজরাট লায়ন্সকে ৪ উইকেটে উড়িয়ে দিয়েছে বেঙ্গালুরু।
এমন অবিশ্বাস্য জয়ে দারুণ খুশি অধিনায়ক বিরাট কোহলি। প্রশংসায় ভাসালেন ম্যাচসেরা ভিলিয়ার্সকে। ভারতের টেস্ট দলনেতা জানালেন, এবিই সেরা ব্যাটসম্যান। এ বিষয়ে আর কোনো বিতর্ক দেখছেন না তিনি!
ম্যাচ শেষে ভিলিয়ার্সের প্রশংসায় কোহলি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি একজন উইনিং ক্যাপ্টেন হিসেবে দাঁড়িয়ে আছি। এখন আর বিতর্ক নেই যে কে সেরা? আমি বিগম্যানের (এবি ডি ভিলিয়ার্স) কাছে মাথা নত করছি। জানতাম, বড় ম্যাচে এবি দাঁড়িয়ে যাবে। চাপের মাঝেও দুর্দান্ত ইনিংস খেলেছে সে। তাকে নিয়ে আমি গর্বিত।’
ভিলিয়ার্স যোগ্য সঙ্গ দিয়েছেন ইকবাল আব্দুল্লাহ। ২৫ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি। সেই আব্দুল্লাহর বন্দনা করতে ভুল করেননি বেঙ্গালুরু অধিনায়ক কোহলি। বলেন, ‘আমরা প্লে-অফ পর্ব ভালোভাবেই শেষ করলাম। যদিও আমাদের টপঅর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। আমি লক্ষ্য করেছি, এবিকে নিয়ে উদ্বিগ্ন ছিল প্রতিপক্ষ। আব্দুল্লাহকেও ধন্যবাদ জানাতে হবে। অসাধারণ একটি ইনিংস খেলেছে সে। বল হাতে ভালো করেছে। এর চেয়ে ভালো কিছু আশা করতে পারি না। প্লে-অফ ছিল বেঙ্গালুরুতে, ফাইনালও হবে এখানে। এই জয়টা স্বাগতিক দর্শকদের উৎসর্গ করছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন