এখন আর ভয় পায়না সিরিয়ার শরণার্থী ‘প্রতিবন্ধী নুজিন’

নাম নুজিন। বয়স মাত্র ১৬ বছর।সিরিয়ার যুদ্ধবিগ্রহ থেকে পালিয়ে গত বছর ইউরোপে আশ্রয় নেয় নুজিন নির্ভয়ে নিজের জীবনকে উপভোগ করার জন্য। শান্তির নিঃশ্বাস ছাড়তেই নিজরে প্রাণপ্রিয় সিরিয়া ছেড়ে নুজিনের ইউরোপে আসা।হুইলচেয়ারে করে চলাফেরা করা নুজিন, বিপদশঙ্কুল পথ পাড়ি দিয়েই ইউরোপে পৌঁছেছে।
২০১৫ সালে নুজিন বলেছিল, “নতুন এক জীবনের সন্ধানে” ওই বিপদজনক বা ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে সে বদ্ধপরিকর ছিল।বর্তমানে জার্মানিতে বাস করছে এই কিশোরী।
নুজিন এখন স্কুলে যায় এবং তার ভাষায় “এখন আর কোনও কিছু নিয়ে ভয় নেই” তার।
যদিও সে নিজ দেশ সিরিয়াকে অনেক বেশি মনে করে। একদিন নুজিন তার দেশে ফিরে যেতে চায়।
অন্য সিরিয়ানদের মতো নুজিনও তার বাড়ি যেতে চায়, কিন্তু জার্মানিতেই যেন সে তার নিজের আলেপ্পো শহর গড়ে তুলেছে। তবে এখনো তার সিরিয়াকে বড় ভালোবাসে নুজিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন