‘এখন থেকে দলীয় কাজে বেশি সময় দেব’
‘এখন থেকে দলীয় কাজে বেশি সময় দেব, তাই আমি হয়তো আগের মতো সময় দিতে পারব না। কিন্তু, আমার জন্য কোনো কাজ যেন থেমে না থাকে’ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ঠিক এমনটাই ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার বিকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আজ সোমবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একথা বলেন।
বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন জানতে পেরে এই প্রেক্ষিতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, শেখ রেহানা দেশে ফেরার পরই টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর কবর জেয়ারত করতে যাব।
সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে উপস্থিত হন ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রলায়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তার দফতরে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কর্মকর্তারা একে অপরকে মিষ্টি মুখ করান।
প্রায় ১৫ মিনিট ওবায়দুল কাদের তার নিজ কক্ষে অবস্থান করার পর মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে নিজ দফতর ত্যাগ করেন। দুপুর সাড়ে ১২টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন