এখন থেকে ফেসবুকেও পাওয়া যাবে চাকরির খোঁজ
কর্মসংস্থানসহ পেশাগত সম্পর্ক তৈরির ক্ষেত্রে সুপরিচিত এক যোগাযোগ মাধ্যমের নাম লিংকডইন। বিভিন্ন পেশার লোকজনকে নিজের নেটওয়ার্কে যুক্ত করে তাদের সঙ্গে পেশাগত যোগাযোগ রাখা, নিজের যোগ্যতাকে তুলে ধরা এবং নিজের ও অন্যের জন্য ভালো চাকরির সুযোগ তৈরি করার জন্য লিংডইন অতুলনীয় একটি ওয়েবসাইট।
কিন্তু এবার সেই লিংকডইনকে টেক্কা দিতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ওয়েবসাইটটির হোমপেজে ‘জবস’ নামে নতুন একটি ট্যাব যুক্ত হতে যাচ্ছে যেখানে চাকরিদাতারা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবে। আবার চাকরিপ্রার্থীরা সেখান থেকে পছন্দের চাকরিটি খুঁজে আবেদন করতে পারবে। ইতোমধ্যে কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করেছে ফেসবুক।
এক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে দেয়া তথ্য থেকেই নিয়মিত তার চাকরির জন্য নির্ধারিত জীবনবৃত্তান্তে তথ্য যোগ হতে থাকবে। পছন্দের পদটিতে আবেদন করার জন্য প্রার্থীকে শুধু বিজ্ঞপ্তি দেয়া পেজের ইনবক্সে মেসেজ আকারে আবেদন করতে হবে। নেই আলাদা কোনো অ্যাকাউন্ট খুলে আবেদন করার ঝামেলা। অপশন সিলেক্ট করে রাখলে হোমপেজেই নিয়মিত পছন্দের চাকরিগুলোর বিজ্ঞাপন চলে আসতে থাকবে।
ফেসবুক লিংকডইনের চেয়ে বিশ্বব্যাপী বেশি জনপ্রিয়। আর এই সুবিধাগুলো পেলে ব্যবহারকারীদের কাছে চাকরির জন্য ফেসবুকই বেশি পছন্দের হয়ে উঠবে। আবার চাকরিদাতাদের অনেকেই বিভিন্নভাবে এখনই বিজ্ঞাপন দিয়ে চলেছেন এই সামাজিক মাধ্যমটিতে। সুতরাং জবস ক্যাটেগরি চালু হলে তারা অর্থের বিনিময়ে বিজ্ঞাপন দিতেই পিছপা হবেন না।
পরীক্ষা সফল হলে খুব শিগগিরই সবার জন্য ‘জবস’ চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন