এখন পর্যন্ত অপুর সাথে যোগাযোগ করেনি শাকিবের পরিবার

শাকিব খান অপু বিশ্বাসের সাথেই থাকতে চলেছেন। শিগগির ফিরছেন অপুর কাছে ফিরছেন এই সুপারস্টার। এমন খবর এসেছে গণমাধ্যমে। তবে এখন পর্যন্ত অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করেননি শাকিব খান কিংবা শাকিব খানের পরিবার। মঙ্গলবার বিকেলে এ কথা জানিয়েছেন অপু বিশ্বাস।
অপু বলেন, শাকিব খান ও বতার পরিবার এখনো আমার সাথে যোগাযোগ করেননি, গণমাধ্যমের কর্মীদের কাছেই জেনেছি শাকিব আমার কাছে ফিরে আসবে। আমাদের সন্তান যেহেতু মাঝখানে রয়েছে সেহেতু শাকিবকে ফিরতেই হবে এটা আমার বিশ্বাস ছিল। শাকিব তার ভুল বুঝতে পারবে। আমি জানতাম। হয়তো বুঝতে পেরেছে। হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে।
শাকিব খানের বিরুদ্ধে অপুর অভিযোগ শাকিব তাদের দেখাশোনা করেন না, কিন্তু তিনি নিয়মিত অপুর সাথে যোগাযোগ রেখে চলতেন এমনটাই শাকিব বলেছেন। এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে অপু বলেন, আসলে সে তার সন্তানকে দেখতে আসে দায়িত্ব পালনে নয়। এখন যদি সে দায়িত্ব পালনের জন্য বলে থাকে। স্ত্রীর মর্যাদা দিয়ে থাকে তাহলে অবশ্যই এটা একটা ইতিবাচক দিক।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন