এখন পর্যন্ত আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক নিয়ে কোনো ঝামেলা হয় নি : ক্লোজআপ তারকা বিউটি

‘সংসার জীবনে আমি অনেক হ্যাপি, এখন পর্যন্ত আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক নিয়ে কোনো ঝামেলা হয় নি। হবেই বা কেন? তাঁর সাথে আমার বোঝাপড়ার বিষয়টি অনেক ভালো। তার সহযোগিতা ছাড়া আমার মিউজিক ক্যারিয়ার কন্টিনিউ করা সম্ভব হতো না। ‘ কথাগুলো বলছিলেন লালনকন্যা খ্যাত ক্লোজআপ তারকা বিউটি।
বিউটির পুরো নাম নাসরিন আক্তার। ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান -তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ নামক রিয়েলিটি শো থেকে বিউটির শোবিজ অঙ্গনে পদার্পন। ওই প্রতিযোগিতায় বিউটি দ্বিতীয় রানার-আপ হন। সেসময়ই বিশিষ্ঠ সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল বিউটিকে লালনকন্যা হিসেবে আখায়িত করেন। রিয়েলিটি শো থেকে এসেই সঙ্গীত জগতে ঢুকে ধুমসে কমার্শিয়াল কাজ করে দিয়েছেন এমনটা নয়। বিউটির কথায় শিখতে হবে, আরো শিখতে হবে। আর এজন্যই ইউনিভার্সিটি অফ ডেভলপমেন্ট অল্টারনেটিভ (ইওডা) থেকে সঙ্গীতে গ্রাজুয়েশন করেছেন এই লালন কন্যা।
সংসার জীবন নিয়ে কথা হচ্ছিল বিউটির সঙ্গে। সংসার জীবনে কেমন আছেন বিউটি? বিউটি বলেন, ‘আমি সংসার জীবনে অনেক হ্যাপি। আমার মিউজিকের পাশাপাশি পুরো সময়টা এখন সংসারেই দিতে হয়। আমার ছেলের বয়স মাত্র এগারো মাস। তাই স্বাভাবিকভাবে ছেলের পেছনেই আমাকে ছুটতে হয়। মোট কথা আমার ছেলে নাজীব আহমেদ রায়াত ও স্বামী হাসান ফেরদৌসকে নিয়ে আমার সুখের সংসার। হাজবেন্ডের সমর্থন আছে বলেই আমি এগোতে পারছি। ‘
বিউটির বিয়ে হয় ২০১১ সালের ২৪ জুন। স্বামী হাসান ফেরদৌস পেশায় একজন ব্যবসায়ী। শুধু যে ব্যবসা নিয়ে থাকেন তা নয়, বিউটি ও ছেলের প্রতিও তার কনসার্ন রয়েছে। যথেষ্ট কেয়ারফুল তিনি। এমনটাই জানালেন বিউটি। বিউটি বলেন, ‘আমার জন্য সবচেয়ে সেরা বছর ২০১৬ সাল। কেননা আমার কোলজুড়ে আমার ছেলে আসে। সেই তো আমার সব। ‘
ফিরে যাই ২০০৫ সালে। বিউটিকে প্রশ্ন করা হয়, একজন সাধারণ বিউটি থেকে যখন তারকা বিউটি হয়ে গেলেন সেই ‘তারকাকাল’ এর শুরুর সময়টা কেমন ছিল। ‘অদ্ভুত একটা ভালোলাগার সময় ছিল। আমার বাড়ি চুয়াডাঙ্গা, সেখানে আমাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। আমার মনে আছে সেখানে প্রচুর লোক, মানে এতো ভিড় এতো ভিড় যে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল কেউ যেন কারো পায়ের নীচে চাপা না পড়েন। এতো লোক সমাগম দেখে আমি অভিভূত হয়ে গেছি। ‘
মিউজিক ক্যারিয়ার নিয়ে বিউটি বলেন, এখন তো বাচ্চার পেছনে সময় দিতে হচ্ছে তারপরেও আমি মঞ্চ শো, টিভি শোগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছি। এছাড়া একটা মিক্সড গানের অ্যালবামে কণ্ঠ দিলেন। গান নিয়ে ভাবনা বলতে সামনে লালন এর একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছেন। কালের কণ্ঠ
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন