এখন পর্যন্ত যতগুলো হ্যাট্রিক মিস করেছেন মুস্তাফিজুর
বিশ্ব ক্রিকেট দরবারে বাঘা বাঘা ব্যাটসম্যানদের জমদূতের না বাংলাদেশ ক্রিকেট দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। একের পর এক বিস্ময়কর প্রতিভা দেখাচ্ছেন সাতক্ষীরার এই যুবক।এবার নিজের জাত চেনালেন ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল)। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে তিনি দেখালেন ঝলক। ২৬ রানে নেন ২ উইকেট। দেশের বাইরে কোনো লিগে এটিই তার প্রথম ম্যাচ।
এতসব প্রাপ্তির মাঝে একটি অপ্রাপ্তি কিছুতেই পিছু ছাড়ছে না মুস্তাফিজের। সেটা হলো- হ্যাটট্রিক। বারবার হ্যাটট্রিকের সামনে গিয়েও হতাশ হতে হচ্ছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে এরইমধ্যে তিনি চারবার টানা দুই বলে দুই উইকেট নিয়েও কাক্ষিত সেই হ্যাটট্রিক পাননি। আইপিএলের সুযোগও হাতছাড়া করলেন তিনি। এই নিয়ে মোট পাঁচবার হ্যাটট্রিক হাতছাড়া হলো তারা।
ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচে সুরেশ রায়না ও রবীচন্দ্রন অশ্বিনকে টানা দুই বলে ফেরান। সিরিজের পরের ম্যাচেও একইভাবে টানা দুই বলে মহেন্দ্র সিং ধোনি ও অক্ষর প্যাটেলকে। কিন্তু দুইবারই তাকে হতাশ হতে হয়। রবিচন্দ্রন অশ্বিন তাকে এবার বঞ্চিত করেন। গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। ইনিংসের ৬০তম ওভারের প্রথম বলে অধিনায়ক হাশিম আমলাকে ফেরানোর পর দ্বিতীয় বলে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ফেরান জেপি ডুমিনিকে। কিন্তু কুইন্ট ডি কক তার তৃতীয় বলটি ঠেকিয়ে দিয়ে মুস্তাফিজকে হ্যাটট্রিক বঞ্চিত করেন।
ওয়ানডে ও টেস্টের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও হ্যাটট্রিক তার সঙ্গে প্রতারণা করেছে। এ বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথমটিতে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলের মুস্তাফিজ। ১৯তম ওভারের প্রথম বলে জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরাকে ফেরানোর পর দ্বিতীয় বলে পেরান লুক জঙ্গুকে। কিন্তু তৃতীয় বলটি ঠেকিয়ে দেন শন উইলিয়ামস। এতে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেটেই হ্যাটট্রিক মিস করেন তিনি। ওয়ানডে ও টেস্ট অভিষেকে হ্যাটট্রিক মিসের পর আইপিএল অভিষেকেও একই ভাগ্য মেনে নিতে হলো বাঁহাতি এ পেসারকে।
এদিন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স তখন খুনে মেজাজে মাত্র ৪২ বলে তুলে নেন ৮২ রান। ব্যাঙ্গালুরুর বিপক্ষে ইনিংসের ১৮ ও নিজের তৃতীয় ওভার করতে যান মুস্তাফিজ। ওভারের দ্বিতীয় বলেই তিনি ফিরিয়ে দেন ভয়ঙ্কর ডি ভিলিয়ার্সকে। এর ঠিক পরের বোলে অসি অলরাউন্ডার শেন ওয়াটসনকে বোকা বানিয়ে ফেরত পাঠান। ওয়াটসন তখন ৮ বলে ১৯ রান নিয়ে ছিলেন। হ্যাটট্রিকের উত্তেজনায় তখন কাঁপছে হায়দরাবাদের সমর্থকরা। দলের অনেকে তার দিয়ে এগিয়ে গিয়ে পরামর্শ দেন। কিন্তু এবারও মুস্তাফিজকে হ্যাটট্রিক বঞ্চিত থাকতে হলো। তার পরের বল থেকে ১ রান নিয়ে হ্যাটট্রিকের স্বপ্ন মাটি করেন কেদার যাদব।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন