এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়ক মাশরাফি
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ৭ রানের জয়ে সাকিব, তামিমের রেকর্ড গড়া পারফরম্যান্স ও তাসকিনের ৪ উইকেট শিকারের পাশাপাশি অধিনায়ক হিসাবে নতুন রেকর্ড গড়েছেন মাশরাফি বিন মর্তুজা।
হাবিবুল বাশারের কীর্তিকে টপকে পরিসংখ্যানে বাংলাদেশের সফলতম অধিনায়ক হিসাবে নিজের নাম লিখিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’।
রোববার মিরপুরের হোম অফ ক্রিকেটে রকেট ডাচ-বাংলা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ৭ রানের জয়ে বল হাতে অধিনায়ক মাশরাফি ১০ ওভারের স্পেলে ৪২ রানে নিয়েছেন দুই উইকেট। পাশপাশি অধিনায়ক হিসাবে ৫৩তম ম্যাচে ৩১ নম্বর জয় পেয়ে ছাড়িয়ে গেছেন হাবিবুল বাশারের রেকর্ডকে। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এ পর্যন্ত সব মিলিয়ে মোট ৩১টি ম্যাচ জিতেছে।
আফগানদের বিপক্ষে জয়টি ওয়ানডেতে তার নেতৃত্বে ২১তম জয়। এছাড়া মাশরাফির নেতৃত্বে টাইগাররা ৯টি টি-টোয়েন্টি আর একটি টেস্ট জিতেছে।
এর আগে, ক্রিকেটের দুই সংস্করণে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের ৩০ জয় এনে দিয়েছিলেন হাবিবুল বাশার। যার মধ্যে ২৯ ওয়ানডে আর একটি টেস্ট। হাবিবুল বাশার কোনো টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেননি।
তবে মাশরাফির চেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দিয়েছিলেন হাবিবুল। মাশরাফি যেখানে অধিনায়কত্ব করেছেন ৫৩ ম্যাচে, সেখানে হাবিবুল বাশার নেতৃত্ব দিয়েছেন ৮৭ ম্যাচে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন