এখন সাকিবের ভাবনা জুড়ে কেবলই আইপিএল

আগামী নয় মার্চ থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। আর বাংলাদেশের সাকিব আল হাসান বরাবরের মত এবারও খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
আর স্বাভাবিক ভাবেই সাকিবের ভাবনা জুড়ে কেবলই আইপিএল। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার স্থানীয় পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘সামনে আইপিএল আছে। যত ভালো করে খেলা যায়, উন্নতি করা সম্ভব করব।’
তবে, টানা ক্রিকেটে খানিকটা হাপিয়ে উঠেছেন এই ক্রিকেটার। সেটা নিয়ে তিনি খানিকটা বিরক্তও। বললেন, ‘বিরতিহীন চলছে সবকিছু। সাত দিন পর আইপিএলে চলে আসব। এত টানা খেলা, এত ট্রাভেল। সব কিছু মিলে আমার জন্য কষ্টের কিন্তু কিছু করারও নেই। মানিয়ে নিতে হবে।’
কেকেআরের হয়ে খেলতে খেলতেই কলকাতায় উপর বাড়তি একটা টান আছে সাকিবের। সেটাও অস্বীকার করলেন না; বললেন, ‘আমি প্রথম অনূর্ধ্ব-১৬ ক্রিকেট খেলেছি কলকাতায়। কলকাতায় আমার শুরু এবং এখনও খেলছি। গত ছয় মৌসুম আইপিএল খেলছি বলেই নয়, শুরু থেকেই কলকাতার সঙ্গে এটা সম্পর্ক হয়ে গেছে।’
কলকাতায় দারুণ জনপ্রিয় সাকিব। আর এটা সাকিবও বেশ ভাল করেই জানেন। বললেন, ‘আমার কাছে তো খুব ভালো লাগে। পরিবেশ ভালো লাগে। লোকজন খুব পছন্দ করে আমাকে। সবাই অনেক সম্মান দেয়। নেতিবাচক কিছু হয় না তা নয়। সেগুলোও থাকে। কিন্তু ইতিবাচক দিকগুলোই বেশি থাকে এবং আমার কাছে ভালো লাগে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন