এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড, হারের পথে বাংলাদেশ
নেলসনে তৃতীয় ওয়ানডেতে দূর্দান্ত শুরুর পরও বাংলাদেশের স্কোর ২৩৬। জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে নিউজিল্যান্ড।
স্কোর: ১৭৭/১ (৩২ ওভার) ব্যাটিংয়ে কেন উইলিয়ামসন (৭৮) ও নেইল ব্রুম (৮১)
নিউজিল্যান্ডের সেঞ্চুরি: ১৮.৫ ওভারে শতরানের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। লক্ষ্যের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে স্বাগতিক দল।
নিউজিল্যান্ডের প্রতিরোধ: ১০ রানে প্রথম উইকেট হারানোর পর ১৬ রানে মার্টিন গাপটিল চোটের কারণে মাঠ ছাড়েন। দ্বিতীয় উইকেটে এরপর জুটি বাঁধেন কেন উইলিয়ামসন ও নেইল ব্রুম। তাদের দুজনের ব্যাটে প্রতিরোধ পেয়েছে কিউইরা। ৭৪ রান যোগ করেছেন তারা।
ক্যাচ ছাড়লেন ইমরুল: প্রথম স্লিপে দাঁড়িয়ে নেইল ব্রুমের ক্যাচ মিস করেছেন ইমরুল কায়েস। মুস্তাফিজের লাফিয়ে উঠা বলে খোঁচা লাগিয়ে দিয়েছিলেন দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির স্বাদ পাওয়া নেইল ব্রুম। প্রথম স্লিপে দাঁড়ানো ইমরুল বল তালুবন্দি করতে ব্যর্থ। শূণ্য রানে জীবন পাওয়া নেইল ব্রুম জীবন পাওয়ার পর বাড়তি সতর্ক।
শুরুতেই মুস্তাফিজের আঘাত: এক ম্যাচ পর ফিরে এসে শুরুতেই মুস্তাফিজ জাদু। নিজের প্রথম ওভারেই স্বাগতিক শিবিরে আঘাত করেন বাঁহাতি পেসার। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান টম লাথামকে সাজঘরে ফেরত পাঠান মুস্তাফিজ। কাটারমাস্টারের বলে এলবিডাব্লিউ হন লাথাম (৪)।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন