‘এটা একটা ট্র্যাজেডি’ এত কম বছর বয়সেই মারা গেলেন ‘চিলড্রেন’ এর রবার্ট
বিশ্বের অন্যতম পিয়ানো বাদক ও ডিজে রবার্ট মাইলস মারা গেলেন মাত্র ৪৭ বছর বয়সে। মরণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন এই ব্রিট অ্যাওয়ার্ড বিজয়ী এই মিউজিশিয়ান। রবার্ট মাইলসের পুরো নাম রবার্টো কনসিনা। মাইলসএর বন্ধু জো ভ্যানেলি সংবাদমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ তিনি মারা গেছেন, এটা একটা ট্র্যাজেডি। ‘
ইতালিয়ান সংবাদমাধ্যম লা রিপাব্লিকার বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, রবার্ট মাইলস স্পেনের ইবিজিয়া আইল্যান্ডের তার নিজ বাড়িতে মারা গেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলেও জানাও হয়। মাইলস সেখানে একটি রেডিওতে হোস্ট হিসেবে কাজ করতেন।
ইতালিয়ান পিয়ানিস্ট রবার্ট মাইলস এর বাবা মানবিক ত্রাণকার্যের জন্য তৎকালীন যুগোশ্লাভাকিয়ায় ছিলেন। সেখান থেকে যুদ্ধ বিধস্ত শিশুদের ছবি নিয়ে যথাসময়ে ফিরে এলেন তিনি। সে মর্মান্তিক ছবিগুলি দেখে অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন রবার্ট মাইলস। ১৯৯৪ সালে কম্পোজ করলেন ‘চিলড্রেন’। এরপর ইউরোপীয় পিয়ানো মিউজিকের ইতিহাসে সংযোজিত হয়েছিল নতুন এক অধ্যায়।
মাইলস ইতালিয়ান হলেও তাঁর জন্ম হয়েছিল ১৯৬৯ সালের ৩ নভেম্বর সুইজারল্যান্ডের নিউশ্যাতেলে । পরে অবশ্য রবার্টের পরিবার সুইজারল্যান্ড থেকে ইতালিতে চলে যায়। ছেলেবেলায় গান বাজনায় তেমন আহামরি ছিলেন না। তবে পিয়ানো হাত ছিল ভালো। তরুণ বয়েসে স্থানীয় ক্লাবে ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু। তারপর ১৯৯৪ সালে সেই যুগোশ্লাভাকিয়ার যুদ্ধাহত শিশুদের ছবি দেখে কম্পোজ করলেন চিলড্রেন –ট্র্যাকটার অফিসিয়াল রিলিজ অবশ্য ১৯৯৫ সালে। সারা ইউরোপ তোলপাড় তুলেছিল চিলড্রেন। সে আঁচ লেগেছিল বাংলাদেশেও।
‘চিলড্রেন’ ইউরোপের ১২ টি দেশে এক নম্বরে ছিল, যুক্তরাজ্যে টানা ১৭ সপ্তাহ দুই নম্বরে ছিল। এছাড়াও অ্যালবাম বিক্রি হয়েছিল ৬ লাখ। ১৯৯৭ সালে নবাগত হিসেবে ব্রিট অ্যাওয়ার্ড জয় করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন