এটা কী করলেন তামিম! এ তো আত্মহত্যা!
আগের ম্যাচে সঙ্গী হিসেবে পেয়েছিলেন মি. ডিপেন্ডেবলকে। কিন্তু আজ সেটা হলো না।
দেশসেরা ওপেনারকে দীর্ঘসময় সঙ্গ দিতে পারলেন না কেউ। একপ্রান্তে যখন একের পর এক উইকেট যাচ্ছে তখন কী লৌহ দৃঢ়তায় নিজের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তামিম ইকবাল! কিন্তু সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে হঠাৎ করে কী হলো তামিমের? ধৈর্যে কি একটু ছেদ পড়ল? নাকি ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূরণ করতে চাইছিলেন? যে তামিম এখন নিজেকে বদলে ফেলেছেন, তিনিই কিনা ৯৫ রানে ক্যাচ দিয়ে ফিরলেন! ১১৪ বলের ইনিংসে ৬টি চার এবং ৩টি ছক্কা হাঁকানোর পর তামিমের এই আত্মহত্যা দেখতে হলো দর্শকদের!
চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের ৬ষ্ঠ ওভারে দলীয় ২২ রানে হ্যাজেলউডের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দেন তরুণ ওপেনার সৌম্য সরকার। আউট হওয়ার আগে তিনি ১১ বলে মাত্র ৩ রান করেন। অপরাজিত তামিম ইকবালের সঙ্গী হন ইমরুল কায়েস। কিন্তু তিনিও দলকে ভরসা দিতে পারেননি। ব্যাটিং লাইনআপের ৩ নম্বর স্থানটার আক্ষেপ বাড়িয়ে ব্যক্তিগত ৬ রানে প্যাট কমিন্সের বলে অ্যারন ফিঞ্চের তালুবন্দী হন তিনি।
তামিম ইকবালের সঙ্গে যোগ দেন উদ্বোধনী ম্যাচের ‘হার্ডহিটার’ মুশফিকুর রহিম। কিন্তু আজ জুটি আর লম্বা হলো না। ২০ বলে ৯ রান করে ময়জেস হেনরিকসের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লেন মুশফিক। কিন্তু টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেল, বল প্যাডে আঘাত করার আগে ব্যাট স্পর্শ করেছে। তবে, মুশফিকও ব্যাটে লাগার বিষয়টি সম্ভবত বুঝতে পারেননি। তাই সোজা হাঁটা দেন প্যাভিলিয়নের দিকে।
এরপর প্রিয়বন্ধু সাকিব আল হাসানের সঙ্গে তামিমের জুটিটা জমে গিয়েছিল। ৬৯ রান এসে গিয়েছিল চতুর্থ উইকেটে। কিন্তু ভাগ্য হয়তো আজ সাকিবের পাশে নেই। ট্রেভিস হেডের বলে লেগ বিফোর হওয়ার আগে তিনি ৪৮ বলে ২ বাউন্ডারিতে ২৯ রান করেন। এর আগেই ৬৯ বলে ৫ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে ৫০ পূরণ করেন তামিম। কিন্তু ৬ নম্বরে নেমে আবারও ব্যর্থতার পরিচয় দেন সাব্বির রহমান। ১৪ বলে ৮ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন তিনি।
দর্শকরা এসময় আশায় ছিল ভরসার প্রতীক মাহমুদ উল্লাহ রিয়াদকে নিয়ে। রিয়াদ এসে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করলেন। ম্যক্সওয়েলকে একটা ছক্কাও হাঁকালেন। কিন্তু অ্যাডাম জাম্পার বলে ৮ রানেই বোল্ড হয়ে গেলেন তিনি। একপ্রান্ত আগলে একাকী সৈনিক তামিম ইকবাল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন