এটা শুধু আমার পেশা নয়, ভালোলাগার একটা জায়গাও : তারিন
টেলিভিশন পর্দার অতি পরিচিত একটি মুখ তারিনকে আমরা সকলেই চিনি । প্রচুর নাটক অভিনয় করেছেন এক সময়। তবে এখন বেছে বেছে কাজ করছেন।
অভিনয়ে অনিয়মিত হওয়া সম্পর্কে তারিন বলেন, ব্যবসা বা চাকরি শুরু করার চিন্তাভাবনা করছি। পাশাপাশি অভিনয় চালিয়ে যাব। অভিনয়টা আল্লাহর দান। এটা শুধু আমার পেশা নয়, ভালোলাগার একটা জায়গাও। আজকের এই তারিন হওয়ার পিছনে মেকআপ ম্যান, নাট্যকার, পরিচালক সর্বোপরি আমার পরিবারের অনেক অবদান রয়েছে।
শৈশবের অভিজ্ঞতা বলতে গিয়ে তারিন বলেন, আমার শৈশব অন্য আট-দশটা বাচ্চার মতো ছিল না। আমি ছোটবেলা থেকেই গান, উপস্থাপনা, নৃত্যের সঙ্গে জড়িত ছিলাম। অন্য শিশুরা যখন স্কুল থেকে ফিরে বাসায় ঘুমাতো আর আমাকে যেতে হতো গান এবং নাচের ক্লাসে।
অভিনয় করার যোগ্যতা সম্পর্কে তারিন বলেন, রাতারাতি অভিনয়শিল্পী হওয়া সম্ভব নয়। তার জন্য কাজের প্রতি মনোযোগ, একাগ্রতা ও ভালোবাসা থাকতে হবে। এটা খুব সহজ কাজ নয়। তবে একটা বিষয় মনে রাখা উচিত, তারকা এবং শিল্পী এক জিনিস নয়। আমি মনে করি আমার সফলতা পিছনে চারটি জিনিস বেশি কাজ করেছে, সততা, একাগ্রতা, মনোযোগ এবং কাজের প্রতি ভালোবাসা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন