এটা শুধু আমার পেশা নয়, ভালোলাগার একটা জায়গাও : তারিন
টেলিভিশন পর্দার অতি পরিচিত একটি মুখ তারিনকে আমরা সকলেই চিনি । প্রচুর নাটক অভিনয় করেছেন এক সময়। তবে এখন বেছে বেছে কাজ করছেন।
অভিনয়ে অনিয়মিত হওয়া সম্পর্কে তারিন বলেন, ব্যবসা বা চাকরি শুরু করার চিন্তাভাবনা করছি। পাশাপাশি অভিনয় চালিয়ে যাব। অভিনয়টা আল্লাহর দান। এটা শুধু আমার পেশা নয়, ভালোলাগার একটা জায়গাও। আজকের এই তারিন হওয়ার পিছনে মেকআপ ম্যান, নাট্যকার, পরিচালক সর্বোপরি আমার পরিবারের অনেক অবদান রয়েছে।
শৈশবের অভিজ্ঞতা বলতে গিয়ে তারিন বলেন, আমার শৈশব অন্য আট-দশটা বাচ্চার মতো ছিল না। আমি ছোটবেলা থেকেই গান, উপস্থাপনা, নৃত্যের সঙ্গে জড়িত ছিলাম। অন্য শিশুরা যখন স্কুল থেকে ফিরে বাসায় ঘুমাতো আর আমাকে যেতে হতো গান এবং নাচের ক্লাসে।
অভিনয় করার যোগ্যতা সম্পর্কে তারিন বলেন, রাতারাতি অভিনয়শিল্পী হওয়া সম্ভব নয়। তার জন্য কাজের প্রতি মনোযোগ, একাগ্রতা ও ভালোবাসা থাকতে হবে। এটা খুব সহজ কাজ নয়। তবে একটা বিষয় মনে রাখা উচিত, তারকা এবং শিল্পী এক জিনিস নয়। আমি মনে করি আমার সফলতা পিছনে চারটি জিনিস বেশি কাজ করেছে, সততা, একাগ্রতা, মনোযোগ এবং কাজের প্রতি ভালোবাসা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন