এটিএম জালিয়াতিতে জড়িত ৫ বিদেশি: পুলিশ

বাংলাদেশের পুলিশ বলছে, রাজধানী ঢাকায় বিভিন্ন ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথগুলোতে যন্ত্র বসিয়ে কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা ওঠানোর সাথে পূর্ব ইউরোপের ক`জন নাগরিক জড়িত রয়েছে।
ঢাকা মহানগর পুলিশ ডিএমপি`র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এটিএম বুথে জালিয়াতির ঘটনায় চার থেকে পাঁচ জন বিদেশি নাগরিক এখন পুলিশের নজরদারিতে রয়েছেন।
এদের ঘিরেই পুলিশ এখন তদন্ত চালাচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন, “এটিএম বুথের সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি, ৪-৫ জন লোক একই মুখাবয়বের; তবে এর মধ্যে একজনের চেহারা স্পষ্ট।“
এদের সাথে ক`জন বাংলাদেশীও রয়েছেন বলে পুলিশ সন্দেহ করছে।
“আমরা তদন্ত করে নিশ্চিত হওয়ার পর জড়িত সব ব্যক্তিকেই গ্রেফতার করবো।“
সম্প্রতি ঢাকার বেশ ক`টি বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথে ক্লোন কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলনের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ১০০০ গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যাংকগুলো বলছে।
এটিএম কার্ড গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেবার অভিযোগ উঠবার পর গত রোববার দেশটির অধিকাংশ ব্যাংকই তাদের এটিএম বুথগুলো থেকে অন্য ব্যাংকের গ্রাহকদের সেবা দেয়া বন্ধ রাখে।
বাংলাদেশের ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সিস্টেমের আওতায় এটিএম বুথে আন্তঃ ব্যাংকিং সেবা দিয়ে থাকে, অর্থাৎ এক ব্যাংকের বুথ থেকে অন্য ব্যাংকের গ্রাহকেরা অর্থ লেনদেন করতে পারেন।
কিন্তু গত শুক্রবার বেসরকারি ইস্টার্ন ব্যাংকের ২১ জন গ্রাহকসহ আরো কয়েকটি ব্যাংকের গ্রাহকদের এটিএম কার্ডের তথ্য জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয় বলে অভিযোগ ওঠে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক সতর্কতা জারি করার পর ব্যাংকগুলো এই ব্যবস্থা নিয়েছে বলে জানা যাচ্ছে।
গ্রাহকদের টাকা ফেরেত দেবে ব্যাংক
এই কার্ড জালিয়াতির শিকার একটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল-এর কর্মকর্তা বিবিসিকে বলেছেন, আগামিকালের মধ্যে তারা তাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের খোয়া যাওয়া অর্থ ফেরত দেবেন।
তবে ব্যাংকগুলো তাদের গ্রহাকদের উপদেশ দিচ্ছে কার্ডের পনি নম্বর পরিবর্ত করতে, এবং কার্ড ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে।
বাংলাদেশে এটিএম কার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৫ লাখ।
এদের সেবা দেয়ার জন্য সবগুলো ব্যাংক মিলে সাত হাজারের মতো এটিএম বুথ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন