বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এটিএম জালিয়াতি, পুলিশ ইন্সপেক্টরের রুশ গাড়ি

সদ্য গুলশান থানা থেকে রংপুর ডিআইজি রেঞ্জে বদলি হওয়া পুলিশ পরিদর্শক ফিরোজ কবিরের এটিএম জালিয়াতির ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেয়েছে তারা। সম্প্রতি এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশি নাগরিক ও তিন ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় এ তথ্য বেরিয়ে আসে।

গোয়েন্দা পুলিশের একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গ্রেফতারকৃত পোলান্ডের নাগরিক পিওটর বাংলাদেশে অবস্থানকালে গুলশান থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফিরোজ কবিরের সঙ্গে ওঠাবসা করতেন। তার সঙ্গে থানার কক্ষে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা পেটাতেন। ঘুরতে বের হলে ফিরোজ কবিরের কেনা কালো রংয়ের র‌্যাভ-৪ (RAV-4) গাড়িতে করে থানা থেকে বের হয়ে যেতেন।

গোয়েন্দাদের দাবি, র‌্যাভ-৪ গাড়িটি রাশিয়ান। এটির দাম প্রায় কোটি টাকা। একজন পুলিশ পরিদর্শক হয়ে কীভাবে এতো টাকা দিয়ে গাড়ি কিনলেন। সাধারণত একজন পুলিশ কর্মকর্তা এরকম গাড়ি ব্যবহার করার যোগ্যতা রাখেন না। তার টাকার উৎস নিয়েও খোঁজ খবর নিচ্ছে গোয়েন্দারা। তার ওই গাড়িটি জব্দ করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানায় সূত্রটি।

গুলশান থানার একজন এসআই (নাম প্রকাশে অনিচ্ছুক)বলেন, ‘একজন সাদা চামড়ার লোক (পিওটর) ফিরোজ স্যারের সঙ্গে সবসময় ঘোরাফেরা করতেন। স্যারের রুমে এসে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতেন। চা সিগারেট রুমে দিয়ে আসতে হতো। রুমে কেউ গেলে তাদের কথা বলা বন্ধ থাকতো। কম্পিউটারের মধ্যে কি যেন দেখতেন তারা। এরপর স্যারের কালো গাড়িটাতে করে দুজনই রুম থেকে বেরিয়ে পড়তেন।’

তিনি আরো জানান, কয়েকদিন আগে এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে পুলিশের রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। তিনি এখন রংপুরে রয়েছেন।

এদিকে গোয়েন্দা পুলিশের আরেকটি সূত্র বলছে, এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় অনেক বড় বড় লোকের নাম বেরিয়ে এসেছে যারা জড়িত। কাকে ধরবে আর কাকে ধরবে না তা নিয়ে ভ্যাবাচ্যাকায় পড়েছে পুলিশ। কারণ, এই কার্ড জালিয়াতির ঘটনায় শুধু ব্যাংক কর্মকর্তা ও পিওটর জড়িত নয়। এখানে পুলিশ মাত্র ক্ষুদ্র অংশ। কিন্তু গুলশান এলাকায় সরকারী দল করেন এমন বিশিষ্ট কয়েকজন নেতার নাম এসেছে। মানব সম্পদের ব্যবসা করেন তাদের নামও জড়িতদের তালিকায় এসেছে। গুলশান এলাকায় হোটেলগুলোতে নারী সাপ্লাই করে এমন একজন লোকের নামও বেরিয়ে এসেছে। এছাড়া মতিঝিল কেন্দ্রিক যারা ডলারের ব্যবসা করেন তাদের নাম এবং পল্টন কেন্দ্রিক যারা মানব পাচারের সঙ্গে জড়িত তাদের নামও বেরিয়ে এসেছে। অতএব পুলিশ কাকে ধরবে তা নিয়ে সন্দিহান। তবে এই চক্রকে পাকড়াও করার ফলে একটি জিনিস অন্তত পাওয়া গেছে, তা হচ্ছে, ব্যাংকগুলো নিজেরা সচেতন হয়েছে। তারা তাদের আইটি সেকশনসহ সবগুলো শাখাকে শক্তিশালী করছে।

গোয়েন্দাদের দাবি, এটিএম কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৫১ জনের মতো ব্যাংক কর্মকর্তার নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। তাদের মধ্যে হয়তো ১০/১২ জন সরাসরি জড়িত থাকতে পারে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা বলেন, ‘২০১৫ সালে বাংলাদেশি ব্যাংকগুলো থেকে প্রায় তিনশ কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।’ অর্থাৎ বিদেশি ক্রেডিট কার্ড দিয়ে এদেশের বুথগুলো থেকে টাকা তুলে নিয়েছে। এর মধ্যে বিদেশিদের টাকার পরিমাণই বেশি। তাই দেশীয় ব্যাংকগুলো এতোটা উদ্বিগ্ন হয়নি। কিন্তু এ মাসে দেশীয় টাকা খোয়া যাওয়ার পরপরই বিষয়টি ব্যাংকারদের নজরে আসে।

গত ১২ ফেব্রুয়ারি বনানী থেকে কার্ড জালিয়াতির মাধ্যমে সবশেষ টাকা তুলে নেওয়ার ঘটনায় গোয়েন্দা পুলিশ সিটি ব্যাংকের তিনকর্মকর্তা ও পোলান্ডের একজন নাগরিককে গ্রেফতার করে। প্রথম দফায় তাদের ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর প্রয়োজনীয় তথ্যের জন্য পুনরায় তাদের ৪দিনের রিমান্ডে নেয়।

এ ব্যাপারে কয়েকদিন আগে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে রাঘববোয়ালদের নাম বেরিয়ে এসেছে। বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। কিছু ব্যবসা প্রতিষ্ঠানের নাম এসেছে। তাদেরকেও নজরদারিতে রাখা হয়েছে। তদন্ত শেষে শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেফতারকৃত চারজনকে পুনরায় রিমান্ডে নেওয়া হয়েছে। নতুন করে কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিমানের লাগেজ থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
  • মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড
  • বেনজীরের ঢাবি’র পিএইচডি ডিগ্রি বাতিলের প্রস্তাব
  • মতিউর গোয়েন্দা নজরদারির মধ্যে দেশেই আছেন