এডেনের গভর্নর নিহত, আইএসের দায় স্বীকার

দক্ষিণ ইয়েমেনে বন্দরনগরী এডেনের গভর্নর বোমা হামলায় নিহত হয়েছেন। রোববার নগরীর তাওয়াহি এলাকায় আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী গভর্নরের গাড়ি বহরে হামলা চালালে এ ঘটনা ঘটে।
ঘটনার কয়েক ঘণ্টা পর ইসলামিক স্টেট (আইএস) টুইটারে গভর্নরকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। ইয়েমের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা আইএসের দেওয়া ওই টুইটার বার্তার বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছরের শুরুর দিকে রাজধানী সানাসহ ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে শিয়া সম্প্রদায়ভুক্ত হুতি বিদ্রোহীরা। হামলার মুখে প্রেসিডেন্ট আব্দারাব্বু মনসুর হাদি সৌদি আরব পালিয়ে যান। বছরের মাঝামাঝি সময়ে সৌদি নেতৃত্বাধীন আরবজোট ইয়েমেনে হুতিদের ওপর বিমান হামলা চালাতে শুরু করে। সৌদি জোট এডেন দখলের পর গত মাসে সেখানে ফিরে আসেন প্রেসিডেন্ট হাদি।
এডেনের বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাওয়াহি এলাকায় গভর্নর জাফর মোহাম্মদ সাদের গাড়ি বহরে হামলা চালায় এক আত্মঘাতী হামলাকারী। এতে ঘটনাস্থলেই গভর্নরের মৃত্যু। এছাড়া গাড়ি বহরে থাকা কমপক্ষে আরো ছয় ব্যক্তি নিহত হয়েছেন।
এমন সময় এ হামলার ঘটনা ঘটলো যখন জাতিসংঘের কর্মকর্তারা গত আট মাস ধরে চলমান গৃহযুদ্ধ অবসানে এডেনে অবস্থান করছেন। কর্মকর্তাদের ধারণা আগামী মাসেই বিবাদমান দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসা সম্ভব হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন