এতিম ও প্রতিবন্ধীদের অধিকার নিয়ে এক তরুন লেখকের উদ্যোগ
আব্দুল মুকিতঃ “আলোকিত পথে, আলোকিত মানবতা চাই” সমাজের অসহায় এতিম ও প্রতিবন্ধীর পাঁচ দফা দাবি প্রতিষ্ঠার পক্ষে-মঙ্গলবার দুপুরে সিলেট আখালিয়া আনসার ভিডিপি জেলা কার্যালয়ে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেটে জেলার জেলা কমান্ড্যান্ট আশীষ কুমার ভট্রাচার্য মহোদয়ের কাছে “এতিম ও প্রতিবন্ধীদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে আসুন” লেখা পুস্তিকাটি হাতে তুলে দিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষন প্রাপ্ত, বিএনসিসি এক্স ক্যাডেট, লতিফিয়া এতিমখানার প্রাক্তন ছাত্র, সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক, সিলেটের তরুন লেখক সোহেল আহমদ রানা। সোহেল আহমদ রানা বলেন, সমাজের সুবিধা বঞ্চিত অসহায় এতিম ও প্রতিবন্ধী শিশুদের দাবিগুলো প্রতিষ্ঠার পক্ষে সমাজের সকল এগিয়ে আসার আহবান জানান।
দাবিগুলো হলো-
১.বিনা বেতনে সরকারী /বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দানের সুযোগ।২.সরকারীও/ বেসরকারী মেডিকেলে ফ্রি চিকিৎসা ও ঔষধের সুযোগ প্রদান।
৩.সরকারী ভাবে জরিফ প্রদান ও সমাজ সেবা অধিদপ্তরথেকে সনদ প্রদান।
৪.প্রতিবন্ধী ভাতা বর্ধিত করা ও এতিম ভাতা চালু করা।
৫.সরকারী চাকুরীতে ১০ভাগ কোটা নিয়োগের আইনটি সব দপ্তরে প্রতিষ্ঠা করা ও সহজপদ্ধতিতে নিয়োগ পরীক্ষা গ্রহন করা।
জেলা কমান্ড্যান্ট আশীষ কুমার ভট্রাচার্য বলেন- দাবীগুলো সাথে আমি একমত পোষন করেন। সিলেট জেলার অসহায় এতিম ও প্রতিবন্ধীদের কম্পিউটার, সেলাই,সাধারন আনসার,সহ বিভিন্ন প্রশিক্ষনে আনসার ভিডিপিতে অংশগ্রহনে বিশেষ সুযোগ দেওয়া হবে বলেন।
ও ফ্রী প্রশিক্ষনের সুযোগ পাবে। আমি গর্ব করি -তরুন লেখক, আনসার প্রশিক্ষন প্রাপ্ত সোহেল আহমদ রানা কে নিয়ে। সে তার জীবনের সব কাজ পেছনে ফেলে অসহায় এতিম ও প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে নিরলস ভাবে কাজ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন