`এতো বাজে কাজ আম করতে পারি না, কারণ আমি প্রেসিডেন্ট আর আপনি তা নন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমার ধারণা আমি বাজে কাজ করতে পারি না । কারণ আমি প্রেসিডেন্ট এবং আপনি সেটা নন।’ চলতি সপ্তাহে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
‘সত্য কি মৃত?’ এই শিরোণামে ট্রাম্পের সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এতে ট্রাম্পকে তার নবীন রাজনৈতিক জীবনের বেশ কিছু বিতর্কিত দাবি ও মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তিনি কোনো বাজে কাজ করত পারেন না।
ট্রাম্প বলেন, ‘আমি অনেক অনুমান নির্ভর লোক। তবে আমার অনুমানগুলো সত্য প্রমাণিত হয়। এর মধ্যেই দেখুন, আমি মনে করি, এতো বাজে কাজ আম করতে পারি না, কারণ আমি প্রেসিডেন্ট আর আপনি তা নন।’
হোয়াইট হাউজ ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি উত্তরসূরি ওবামার কাছ থেকেই বিশৃঙ্খল পরিস্থিতি পেয়েছেন। তার এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে, উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্য সংকট, ভুল জাতীয় কর্মসংস্থান ও বাণিজ্য পরিসংখ্যান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর উত্তরাধিকার সূত্রে বিশৃঙ্খল পরিস্থিতি পেয়েছি। বিদ্যমান পরিসংখ্যানের চেয়েও আমার পরিসংখ্যান অনেক ভাল। কিন্তু এগুলো প্রকৃত পরিসংখ্যান নয়। কারণ লাখ লাখ লোক রয়েছে যারা চাকরি পাচ্ছে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন