এত ঘৃণ্য ছিল হিটলারের যৌনজীবন?

প্রথমে অণ্ডকোষ-বিতর্ক। তার পরে ক্ষুদ্র যৌনাঙ্গ সংক্রান্ত দাবি। এইবারে উঠে এল হিটলারের যৌনজীবন সংক্রান্ত আরও একটি তথ্য। যার সত্যতা যাচাই করা এখনও শুরু হয়নি। কিন্তু নিঃসন্দেহে গা ঘিনঘিনে ব্যাপার।
মার্কিন গোয়েন্দা দফতরের যে উইং, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তথ্যের তল্লাশি চালাচ্ছে, তারাই এই নতুন দাবি সামনে এনেছে। নাৎজি নেতার ‘‘ফেটিশ’’-এর প্রতি প্রবল আকর্ষণ ছিল বলে গোয়েন্দাদের রিপোর্টে দাবি করা হয়েছে। বিশেষ করে মল-সংক্রান্ত যৌনতায় তাঁর উৎসাহ ছিল প্রবল। মহিলাদের দিয়ে তিনি এই ঘৃণ্য কাজ করাতেন বলে দাবি করা হয়েছে।
ওয়াল্টার সি ল্যাঙ্গারের লেখা গোয়েন্দা তথ্যে (যা পরে ‘‘আ সাইকোলজিক্যাল অ্যানালিসিস অফ অ্যাডলফ হিটলার, হিজ লাইফ অ্যান্ড লেজেন্ড’’ নামক বই হিসেবে প্রকাশিত হয়) এই দাবি করা হয়েছে। বলা হয়েছে, হিটলার ছিলেন ‘কপ্রোফিলিয়্যাক’। অর্থাৎ, যে ব্যক্তি মলের মধ্যেও কামের রসদ খুঁজে পান।
ল্যাঙ্গারের মতে, ‘‘একজন মানুষ কতটা নীচে নামতে পারেন, তা এই ধরনের ব্যবহারগুলিই বুঝিয়ে দেয়।’’ কীভাবে হিটলার এই কাজ করতেন? দাবি করা হয়েছে, এক মহিলার নীচে শুয়ে পড়তেন হিটলার। তার পরে ওই মহিলাকে বলতেন তাঁর শরীরে মলত্যাগ করতে।
শুধু এটিই নয়, হিটলারের বিকৃত যৌনতা নিয়েও নানা তথ্য তুলে ধরা হয়েছে গোয়েন্দা রিপোর্টে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন