এত দাবদাহের কারন কি? জানালেন আবহাওয়া অধিদপ্তর

হঠাৎ দাবদাহে সারা দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে আছে। এই দাবদাহে দেশের মানুষের জীবন ওষ্ঠাগত। গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের কোথাও বৃষ্টি হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই চার মাস বর্ষাকালের মধ্যে ধরা হয়। এ সময়ই প্রতিবছর দেশের মোট বৃষ্টিপাতের ৭১ ভাগ বৃষ্টি হয়ে থাকে। সাধারণত ১ জুন বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু বাংলাদেশের টেকনাফ উপকূলে চলে আসে।
অনেক সময় এটি ২৮ মের দিকে এই এলাকায় চলে আসে। তবে সারা দেশে মৌসুমি বায়ুর বিস্তার ঘটে থাকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে। আর এর প্রভাবেই বৃষ্টিপাত হয়ে থাকে। এই বৃষ্টিতে তাপমাত্রা বেশ কমে আসে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, মৌসুমি বায়ুর জন্য এখন অপেক্ষা। এটি না আসা পর্যন্ত হয়তো ঝড়-বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। কিন্তু বৃষ্টি কমে গেলে রোদের তেজ ছড়িয়ে পড়বে।
মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানী ঢাকার গরম আরো বেড়ে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট, ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে ২৬ মের আগে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলে জানান আবহাওয়াবিদেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন