এত নামডাকেও ‘স্বীকৃতি’ মিলছে না সানির!
পর্ন পেশা ছেড়ে বলিউডে পা রেখেছেন দীর্ঘদিন হলো। বলিউডে এখন পর্যন্ত প্রায় ছয় থেকে সাতটি ছবিতে কাজ করেছেন। কিন্তু এখনো মেলেনি কোন ধরনের পুরস্কার। কিন্তু কেন? অনেকের দাবি, অন্ধকার জগৎ থেকে চলচ্চিত্রে আসার কারণে বলিউডে সানি লিওনকে মূল্যায়ন করা হচ্ছে না। তবে এ নিয়ে কোন আক্ষেপ নেই সাবেক এই পর্ন তারকার।
বলিউডডে পা রাখার পরে একের পর এক বাজিমাত করে চলেছেন সাবেক ইন্দো কানাডিয়ান পর্নস্টার ও বলিউড তারকা সানি লিওন। কখনো নিজের কাজের দ্বারা কখনো বা কথা দিয়ে চমক সৃষ্টি করেছেন বলিউড জগতে।
বলিউডে এখন পর্যন্ত প্রায় ছয় থেকে সাতটি ছবিতে কাজ করলেও মেলেনি কোনো ধরনের পুরস্কার। কোনা অনুষ্ঠানে দাওয়াতও পান না তিনি। অনেকেরই ধারণা, অন্ধকার জগত থেকে আসায় বলিউডে প্রহসনের স্বীকার সানি।
তবে এতকিছুর পরেও বলিউডে নিজের আসন পাকাপোক্ত করে নিচ্ছেন এই জিসম তারকা।
সম্প্রতি এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সানি জানান, পুরস্কার নিয়ে তারও আক্ষেপ নেই।
সানি বলেন, ‘বিচারক বা সমালোচকরা টিকিট কেটে ছবি দেখেন না। তারা ফ্রিতে দেখেই সমালোচনা করেন। আমার প্রয়োজন দর্শকদের ভালোবাসা। যারা কিনা টিকিট দিয়ে ছবি দেখতে যায়। আর আমি এখন পর্যন্ত দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছি আর এটাই আমার পুরস্কারের চেয়ে বড় প্রাপ্তি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন