‘এত বাজে খেললে আমাদের জেতার কোনো অধিকার নেই’

দাপট দেখিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর একমাত্র টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরে গেল বিরাট কোহলির দল। সমর্থকদের পাশাপাশি ৯ উইকেটের এই বিশাল পরাজয় মানতে পারছেন না স্বয়ং বিরাট কোহলি। পুরো দলের পারফর্মেন্স মুখ খুলে সবাইকে ধুয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি।
রবিবার একমাত্র টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৯০ তুলেছিল ভারত। কারও ব্যাট থেকে হাফ সেঞ্চুরিও আসেনি। সর্বোচ্চ দীনেশ কার্তিকের ২৯ বলে ৪৮। জবাবে ব্যাট করতে নেমে এভিন লুইসের ৬২ বলে ১২৫ রানের টর্নেডো ইনিংসে ৯ বল এবং ৯ উইকেট হাতে রেখে খুব সহজেই এই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।
কুলদীপ যাদব একটি মাত্র উইকট নিয়েছিলেন। কোনও বোলারই কাজে লাগেনি। শেষ ওয়ানডেতে বল হাতে ভাল করার পর টি-টোয়েন্টিতে ডুবিয়েছেন মহম্মদ শামি।
এ প্রসঙ্গে বিরক্ত কোহিল বলেন, ‘আমরা আরও ২৫-৩০ রান বেশি করতে পারতাম। ২৩০ রানের টার্গেট ছিল। ফিল্ডিংয়েও আমরা বেশ কিছু সুযোগ নষ্ট করেছি। সেগুলো কাজে লাগাতে না পারলে আমাদের জেতার কোনো অধিকার নেই। ‘
ব্যাটিং নিয়ে কোহলি বলেছেন, ‘শুরুটা যদি ভাল হয় তা হলে একজনকে ধরে খেলতে হয়। দীনেশ ভাল খেলছিল। কিন্তু আমাদের একটা ৮০-৯০ রানের ইনিংস দরকার ছিল। কিন্তু সেটা হয়নি। এত বাজে খেললে ম্যাচ জেতা যায়না। ‘
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন