এনটিআরসিএর কর্মকাণ্ডে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যানকে মন্ত্রণালয়ে ডেকে নিয়ে ভর্ৎসনা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেবা প্রত্যাশীদের ভোগান্তি ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে চেয়ারম্যানকে ডেকে সর্তক করা হয়েছে বলে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে।
জানা গেছে, গত দেড় বছর ধরে এনটিআরসিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এএমএম আজাহারের স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটি প্রায় অচল হতে বসেছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবা প্রত্যাশীদের বিভিন্নভাবে হয়রানির মুখে ফিরতে হচ্ছে। আইন-কানুনের তোয়াক্কা না করে সেবা প্রতিষ্ঠানটি তিনি নিজের ইচ্ছেমত চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে একাধিকবার। সেখানে সাংবাদিকরা গেলেও তাদেরকে ভেতরে প্রবেশ করতে না দিয়ে বরং পুলিশ ডেকে অপমান করার ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এনটিআরসিএ-এর চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে দুই দফায় ফোন করে তাকে সর্তক করেছিলাম। বুধবার সকালে সচিবালয়ে ঢেকে তার বিরুদ্ধে সব অভিযোগের বিষয়ে জানতে চেয়েছি। তিনি ব্যস্ত থাকার কারণে সাংবাদিকদের সঙ্গে নাকি দেখা করতে পারেননি এটা আমাকে জানিয়েছেন। তবে না বুঝেই পুলিশ ডেকে আনার কথা স্বীকার করেছেন’।
মন্ত্রী আরও বলেন, ‘তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ পেয়েছি। সেসব নিয়েও তার সঙ্গে কথা হয়েছে’।
মন্ত্রী জানান, একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে সবাইকে সঠিকভাবে সেবা ও তথ্য প্রদান করতে চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন