এপিজে কালাম সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস করেছেন ভারতের প্রেসিডেন্টের সাবেক প্রেস সেক্রেটারি এসএম খান। তিনি বলেছেন, ভারতের প্রয়াত প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম ২০০৬ সালে পদত্যাগ করতে চেয়েছিলেন। ওই সময় বিহার বিধানসভা ভেঙে দিয়ে তখনকার প্রেসিডেন্ট আবদুল কালাম ইশতেহার ঘোষণা করেন।কিন্তু সুপ্রিম কোর্ট সেই ইশতেহার বাতিল করে দেয়।এ সময় প্রেসিডেন্ট পদ ত্যাগ করতে চেয়েছিলেন কালাম। এসব কথা বলেছেন তার সাবেক প্রেস সেক্রেটারি এসএম খান। শনিবার এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, ওই সময়ের বিহার গভর্নর বুটা সিং বিধানসভা বিলুপ্ত ঘোষণা করার একটি সুপারিশ পাঠান। তা কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করে প্রেসিডেন্টের কাছে পাঠায়। এসএম খান এখন রেজিস্ট্রার অব নিউজপেপারস ফর ইন্ডিয়া (আরএনআই)-এর মহাপরিচালক। ‘মাই ডেজ উইথ দ্য গ্রেটেস্ট হিউম্যান সাউল এভার’ শীর্ষক এক বক্তব্য রাখেন তিনি এসওএ ইউনিভার্সিটিতে। সেখানে বক্তব্যের বিষয়বস্তু ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট। এসএম খান বলেন, যখন সুপ্রিম কোর্ট ওই ইশতেহার বাতিল করে দিলো তখন কালাম দুঃখভারাক্রান্ত ছিলেন। তিনি ভেবেছিলেন মন্ত্রিসভার সিদ্ধান্ত তার প্রত্যাখ্যান করা উচিত ছিল। কিন্তু তিনি তা না করায় পদত্যাগ করার কথা ভেবেছিলেন। এ নিয়ে তিনি রামেশ্বরমে তার বড় ভাইয়ের সঙ্গে আলোচনা করেছিলেন।কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করেন নি, সাংবিধানিক সঙ্কটের কথা চিন্তা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন