এপ্রিলেই আকাশে ভাসবে সৌরশক্তির ইমপাল্স-২
সৌরশক্তি চালিত প্লেন সোলার ইমপাল্স-২ উড়বার জন্য প্রস্তুত। আগামী বছরের এপ্রিলে আবারও আকাশে ডানা মেলবে ইমপাল্স এমনটাই জানিয়েছেন প্রোজেক্টের স্পোক্সওমেন।
গত গ্রীস্মে হাওয়াইয়ে অবতরণের পর নতুন করে উড়বার জন্য প্রস্তুত হচ্ছিলো সৌরশক্তি চালিত বিমানটি।
কোনও প্রকার জ্বালাণী ছাড়া সৌরমক্তির ওপর নির্ভরশীল বিমানটি ইতিমধ্যে পৃথিবী প্রদক্ষিণের লক্ষ্যের অর্ধেক পূরণ করেছে। পথিমধ্যে জাপান থেকে হাওয়াইয়ের উপর দিয়ে উড়ে যাবার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হাওয়াইয়ে জরুরি অবতরণ করে বিমানটি।
প্রোজেক্টের স্পোক্সওমেন আলেক্সান্দ্রা গিন্দ্রোজ এএফপিকে জানান, ত্রুটি সাড়িয়ে নতুন করে উড়বার শক্তি অর্জনে বড় অঙ্কের টাকার প্রয়োজন ছিল। আর তার জন্য বড় ধরনের ফান্ড রেইজ করা হয়।
ইমপাল্সের উড়বার তারিখ নিয়ে গিন্দ্রোজ বলেন, এপ্রিলের ২০ তারিখে বিমানটি আবার আকাশে ডানা মেলতে পারে।
এদিকে সুইজারল্যান্ডের ২৪ ঘন্টার এক পত্রিকাকে বিমানটির পাইলট আন্দ্রে ব্রোসবার্গ এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।
তিনি বলেন, ইমপাল্স আবার ডানা মেলতে এপ্রিলের মাঝামাঝি তারিখ নির্ধারণ করা হয়েছে। কারণ তখন বাতাসের শক্তিকে যথেষ্ঠভাবে কাজে লাগানোর সুযোগ থাকে। একই সঙ্গে লম্বা দিন ও ছোট রাতের সুবিধা নিয়ে নিরবিচ্ছিন্নভাবে ওড়া সম্ভব হয়।
তিনি আরও বলেন, পরবর্তী উড়ানে হাওয়াই থেকে ভ্যানকুভার, স্যান ফ্র্যান্সিসকো, লস অ্যাঞ্জেলেস বা ফোনিক্সে যাওয়া হবে।
ইমপাল্স সংযুক্ত আরব আমিরাত থেকে ওড়া শুরু করে গত ৯ মার্চ। আর এর ওড়ার শক্তি যোগায় ১৭ হাজার সোলার সেল।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন