”এপ্রিল মাসে ১০৯ জন যৌন নির্যাতনের শিকার, এর মধ্যে গণধর্ষণ ১৭”
এপ্রিল মাসে দেশে ১০৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গণধর্ষণের শিকার হন ১৭ জন। আর ধর্ষণের পর হত্যা করা হয় দুজনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১০ জনকে।
মঙ্গলবার মহিলা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ১৪টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদ এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে মোট ৪৬৩ জন নারী ও কন্যাশিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। বিভিন্ন কারণে ৭৯ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়।
বিবৃতিতে জানানো হয়, মাসটিতে শ্লীলতাহানির শিকার হন তিনজন। যৌন নির্যাতনের শিকার হন ১৮ জন। অ্যাসিডদগ্ধ হয়েছেন ছয়জন। অপহরণের ঘটনা ঘটেছে ২৫টি। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে পাঁচটি।
এর মধ্যে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে একজনকে। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন ২০ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ৩৪ জন আত্মহত্যা করতে বাধ্য হন। ৩৫ জনের রহস্যজনক মৃত্যু হয়। বাল্যবিবাহের শিকার হয় ১৫ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৯ জনকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন