এফডিসিতে চার বছরেই ম্লান হুমায়ুন ফরীদি
হুমায়ুন ফরীদিহীন চতুর্থ বছর। আর এই অল্প সময়েই যেন তাঁকে ভুলতে বসেছে তাঁর কাজের অন্যতম ক্ষেত্রটি। আর তাই তো তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে এফডিসিতে নেই কোনো স্মরণ বা আয়োজন। তাহলে কি মাত্র চার বছরের ব্যবধানেই এফডিসি প্রাঙ্গণে ম্লান হয়ে গেলেন হুমায়ুন ফরীদি?
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘অসম্ভব গুণী অভিনেতা হুমায়ুন ফরীদি। তিনি যে চরিত্রে অভিনয় করতেন সেই চরিত্রটাকে অনেক শক্তিশালীভাবে পর্দায় উপস্থাপন করতে পারতেন নির্মাতারা। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমাদের পরিচালক সমিতির পক্ষ থেকে কোনা আয়োজন নেই, কারণ তিনি শিল্পী সমিতির সদস্য। মূলত আমরা যে যেই সমিতির সদস্য তারাই আয়োজনগুলো করে থাকে।’
পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর কথামতোই যোগাযোগ করা হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘অভিনয়জগতের আইকন হুমায়ুন ফরীদি। এফডিসিতে আমরা কোনো আয়োজন করতে পারিনি কারণ ওনার পরিবার বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আর আমরা উদ্যোগ নিয়ে কাজটি করতে পারি না। এর মূল কারণ গত মাসে আমাদের ২৬ জন শিল্পীর মৃত্যুবার্ষিকী ছিল। সদস্য হিসেবে কোনো শিল্পীকেই খাটো করে দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। এখন আমরা যদি বিশেষ কোনো শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করি তাহলে সমালোচনা হবে।’
হুমায়ুন ফরীদির মতো যারা নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন, যাদেরকে নতুন প্রজন্ম আইকন মনে করে তাদের নিয়ে এফডিসিতে অনুষ্ঠানের আয়োজন না করলে নতুনরা তাঁদের অবদান সম্পর্কে কীভাবে জানবে? – এমন প্রশ্নের জবাবে অমিত হাসান বলেন, ‘আমি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি বছরখানেক যাবৎ। এর আগে রোজায় আমাদের একটি ইফতার পার্টিতে শিল্পীদের জন্য দোয়া পড়ানো হতো। আমি আসার পর প্রতি মাসের শেষ শুক্রবারে এফডিসিতে মিলাদ পড়াই। সেখানে আমাদের এখনকার শিল্পীরাও আসেন। গত মাসে ছিল ২৬ জন শিল্পীর জন্ম অথবা মৃত্যুবার্ষিকী ছিল। প্রতি মাসেই এ রকম থাকে। এখন যদি আমরা নিয়মিতভাবে এসব অনুষ্ঠান আয়োজন করতে চাই, তাহলে সারা বছর অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকতে হবে। তবে আমরা প্রতি মাসেই সবার জন্য মিলাদ পড়াচ্ছি। পাশাপাশি আলোচনা চলছে, যাঁরা চলচ্চিত্রে বিশেষ ভূমিকা রেখেছেন, তাঁদের নিয়ে কীভাবে আমরা নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করতে পারি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন