এফডিসিতে নেওয়া হবে না দিতির মরদেহ

সদ্য প্রয়াত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মরদেহ তাঁর দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে নেওয়া হবে না।
দিতির পরিবারের সঙ্গে কথা বলে এ কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানী।
হাসপাতালে দিতির পরিবারের সঙ্গে কথা বলে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দিতির পরিবারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, “চলচ্চিত্রের প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল দিতি আপার। তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার আগে অসুস্থ শরীর নিয়ে ‘রাজাবাবু’ ছবিটির ডাবিং শেষ করে গিয়েছিলেন। অথচ তাঁর মরদেহ শেষবারের মতো এফডিসিতে নেওয়া হবে না, এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। চলচ্চিত্রশিল্পীদের পক্ষ থেকে তাঁর ছেলেমেয়ে ও পরিবারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে কিছুক্ষণের জন্য হলেও যেন দিতি আপার মরদেহ এফডিসিতে নেওয়া হয়। যাতে তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।”
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান ও সাধারণ সম্পাদক অমিত হাসান দুজনেই শুটিংয়ের জন্য ভারতে অবস্থান করছেন। তাই সহ-সভাপতি ওমর সানী এখন শিল্পী সমিতির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।
ওমর সানীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার। দিতির পরিবারের এই সিদ্ধান্তে তিনিও মর্মাহত বলে জানিয়েছেন। দিতির পরিবার এই সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন