এফডিসিতে ফরিদ আলীকে শেষ শ্রদ্ধা

বিশিষ্ট অভিনেতা ও মুক্তিযোদ্ধা ফরিদ আলীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষেরা। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে এফডিসি প্রাঙ্গণে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এখানে চলচ্চিত্রশিল্পী, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতা ও সদস্যরা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
জানাজার আগে ফরিদ আলীর সহকর্মী ও সতীর্থ শিল্পীরা জানান, ‘চলচ্চিত্রশিল্প গুণী একজন শিল্পীকে হারালো।’ এফডিসিতে ফরিদ আলীর জানাজায় ছিলেন অভিনেতা সুব্রত, রুবেল, ওমর সানি, অমিত হাসান, সম্রাট, মিজু আহমেদ প্রমুখ। পরিচালকদের মধ্যে ছিলেন বদিউল আলম খোকন, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ। ফরিদ আলীর তিন সন্তান বাঁধন, শুভ্র ও ইমরানসহ পরিবারের অন্যান্য সদস্যকে শিল্পীরা সমবেদনা জানান।
এর আগে সকাল ১০টায় ঠাটারি বাজারের বাসা সংলগ্ন মসজিদে ফরিদ আলীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তার লাশ নেওয়া হয় চ্যানেল আইয়ের কার্যালয়ে। সেখানে বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজার পর তাকে আনা হয় এফডিসি প্রাঙ্গণে। গুণী এই শিল্পীর লাশ এখন বনানী কবরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। বাদ আসর সেখানে তার মরদেহ সমাহিত করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন