এবছরই ফ্ল্যাট পাচ্ছেন ৭৬ বিচারপতি
নির্মাণ কাজ শেষে চলতি বছরের ডিসেম্বরেই বরাদ্দকৃত আবাসন ভবনটি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বুঝিয়ে দেয়া হবে। রাজধানীর কাকরাইলস্থ সার্কিট হাউজ রোডে বিচারপতিদের জন্য নির্মিত হচ্ছে ৭৬ ফ্ল্যাট বিশিষ্ট ২০ তলা ভবন।
বিষয়টি বাংলামেইলকে জানিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরেই ভবনটি বিচারপতিদের কাছে হস্তান্তর করা যাবে। বর্তমানে আবাসিক ভবনটির নির্মাণ কাজ করছে পিডব্লিইডি।
এর আগে গত বছরের ১৫ এপ্রিল এ ভবনের ৭৬ ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা না হলে নভেম্বরে ভবনটির ডামি নকশা সুপ্রিম কোর্টে জমা দেয় নির্মাণকারী প্রতিষ্ঠানটি। এসময় চলতি বছরের ডিসেম্বর নাগাদ ভবনটির কাজ সম্পন্ন হওয়ার কথা জনায় পিডব্লিইডি।
বর্তমানে বিচারপতিরা অনেকে ভাড়া বাসায় বা রাজধানীর বিভিন্ন স্থানে সরকারি বাসায় বসবাস করছেন। এতে সরকারের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে এবং তাদের নিরাপত্তাও যথাযথভাবে নিশ্চিত করা যাচ্ছে না। এসব দিক বিবেচনা করেই ২০১২ সালের ৬ মার্চ এ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)।
সরকারি কোষাগারের অর্থে ৩০ তলা ভিত্তির ওপর ২০ তলা ভবন নির্মাণের প্রকল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর।
উল্লেখ্য, ভবনটিতে সাড়ে তিনশ’ বর্গফুট আয়তনের ৭৬টি ফ্ল্যাট থাকবে। নির্মাণকাজ শেষে ভবনটিতে সুপ্রিম কোর্টের ৭৬ জন বিচারপতি পরিবারসহ থাকতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন