সোমবার, জুলাই ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবাদতের ইনজুরিতে কপাল খুলছে রাব্বির?

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশের দলে যে তিন নতুন মুখ দেখা গিয়েছিল, তার অন্যতম ছিলেন এবাদত হোসেন। গতকাল শুক্রবার তরুণ এই পেসারকে নিয়েই ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ দল। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই খবর আসে, তিনি চোটে আক্রান্ত। তাই দলের সঙ্গে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যেতে পারবেন কি না, তা এখন একরকম অনিশ্চিত।

সাইড স্ট্রেইনের চোটের কারেণ এবারের বিপিএলেও খেলা হচ্ছে না এবাদতের। তাই রাজশাহী কিংস তাঁর জায়গায় নিয়েছে আরেক তরুণ পেসার দেলোয়ার হোসেনকে। গত ২৩ অক্টোবর বিকেএসপিতে রাজশাহীর অনুশীলন ক্যাম্পে ব্যথা পান তিনি। এর পর থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবাদত।

এই চোটের কারণে কবে সেরে উঠবেন এবাদত তা এখন একরকম অনিশ্চিত। তাই তাঁর জায়গায় নিউজিল্যান্ড সফরের দলে নেওয়া হচ্ছে আরেক পেসারকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্রে জানা গেছে, এবাদতের জায়গায় নেওয়া হতে পারে আরেক পেসার কামরুল ইসলাম রাব্বিকে।

অবশ্য রাব্বি স্ট্যান্ড-বাই হিসেবে দলে আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে তাঁকে নেওয়া হবে কি না এ ব্যাপারে সিদ্ধান্ত হবে আগামীকাল রোববার। তবে তাঁর দলে স্থান পাওয়ার সম্ভাবনা যে খুবই প্রবল, সেটা এখন বলাই যায়।

তা ছাড়া জাতীয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশেরও বেশ পছন্দ রাব্বিকে। ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। চট্টগ্রামে প্রথম ম্যাচ খেলে এক উইকেট পেয়েছিলেন তিনি। কিন্তু ঢাকায় দ্বিতীয় টেস্টে উইকেটশূন্য ছিলেন।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ ব্যাপারে এনটিভি অনলাইনকে বলেন, ‘এবাদতের চোটের ব্যাপারটি আমরা জেনেছি। অবশ্য তাঁকে দলে রাখা হলেও খেলানো হতো না। কারণ সে মূলত আমাদের ডেভেলপমেন্ট স্কোয়াডের খেলোয়াড়। তাঁকে শুধু দলের সঙ্গে রাখার জন্যই নেওয়া হয়। এখন চোটের কারণে তাঁর জায়গায় অন্য কাউকে নেওয়া হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!