এবারের আইপিএলের নিলামে আকাশছোঁয়া দাম উঠতে পারে যাদের

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামী ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রতিবছর এ আসরের দিকে কড়া নজর রাখেন ভারতীয় ক্রিকেটার সহ বিশ্বে অন্যান্য দেশের ক্রিকেটাররা।
পারফরমেন্সের বিবেচনায় কোনো কোনো ক্রিকেটারের দাম হয় আকাশছোঁয়া। আবার আগের চেয়ে দাম কমে যায় অনেক খেলোয়াড়ের। আর এ সবই হয় নিলাম অনুষ্ঠানে।
২০১৭ আইপিএলের আসর উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। যেসব দল তাদের পুরনো খেলোয়াড়দের দল থেকে ছেড়ে দেয়নি তাদেরকে বাদ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্যতম ক্রিকেটারদের মূল্য নির্ধারন করা হবে সেখানে।
আইপিএলের নিলামের জন্য প্রাথমিক তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ৭৯৯ জন ক্রিকেটারের নাম থাকলেও সর্বশেষ ৩৫১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।
তবে এই ৩৫১ জনের মধ্য থেকে দলগুলো যেসব ক্রিকেটারদের কিনবেন সেই সব ক্রিকেটাররাই আইপিলের আসরে অংশগ্রহণ করবেন। অবিক্রিত ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণের সুযোগ থাকবেনা।
এবারের নিলামে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আকাশছোঁয়া দাম ওঠার সম্ভাবনা রয়েছে ফাস্ট বোলার ইশান্ত শর্মার। তাকে দলে টানতে বেশ কয়েকটি দল প্রতিযোগীতায় নামবে বলে ধারণা করা হচ্ছে।
এবারের আসরের জন্য তার ভিত্তি মূল্যই ধরা হয়েছে ২ কোটি রুপি। এছাড়াও আরো ছয় আন্তর্জাতিক ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তারা হলেন- ইংল্যান্ডের বেন স্টোকস, এউইন মরগান ও ক্রিস ওকস; অস্ট্রেলিয়ার মিচেল জনসন ও প্যাট কামিন্স; শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস।
আইপিএলের নিলামে থাকছেন ছয় বাংলাদেশিও। তারা হলেন-তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক (বিজয়), তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। প্রত্যেকেরই ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি।
এবারের নিলামে ছয়জন সহযোগী দলের খেলোয়াড়ও আছেন। আফগানিস্তানের আসগর স্টানিকজাই, মোহাম্মদ নবী, মোহাম্মদ শেহজাদ, রশীদ খান ও দাওলত জারদান। আছেন আরব আমিরাতের চিরাগ সুরি। এঁদের মধ্যে শেহজাদ ও রশীদের ভিত্তি মূল্য সবচেয়ে বেশি—৫০ লাখ রুপি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন