বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবারের ‘ইত্যাদি’ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে

প্রতি বছরের মত এবারও ঈদ আনন্দের সাথে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেত এর ‘ইত্যাদি’। প্রতি ঈদেই থাকে ‘ইত্যাদি’র জমকালো আয়োজন এবং চমকানো সব বিষয়। দর্শকরাও অধীর আগ্রহে ঈদের সময় অপেক্ষা করেন ‘ইত্যাদি’ দেখার জন্য। কারণ কোন নির্দিষ্ট বয়স বা শ্রেণীর জন্য নয়-সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষের জন্যই ‘ইত্যাদি’। তাইতো বলা হয় শেকড় সন্ধানী ইত্যাদি। গণমানুষের ইত্যাদি।

স্টুডিওর চার দেয়ালের মধ্য থেকে অনুষ্ঠানকে বাইরে নিয়ে এসে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’ তার মূল অনুষ্ঠান ধারণ শুরু করেছে গত দুই যুগ ধরে। তবে নিয়মিত ‘ইত্যাদি’ ঢাকার বাইরে হলেও ঈদের ‘ইত্যাদি’ করা হয় ঢাকায়। কারণ এ সময়টা বর্ষাকাল ফলে উন্মুক্ত স্থানে রাতে দর্শক নিয়ে অনুষ্ঠান করা ঝুঁকিপূর্ণ। তাই এবারেও ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

বরাবরের মত এবারও একটি বিশাল সেটে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় ঈদের ‘ইত্যাদি’। ইনডোর স্টেডিয়ামের প্রায় তিন ভাগের এক ভাগ স্থান জুড়ে নির্মাণ করা হয়েছিল নান্দনিক সেট। বর্নাঢ্য এই আয়োজনে পুরো অনুষ্ঠানটিতে এক উৎসবের আমেজ তৈরী হয়েছিল।

এবারও ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে-“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ” এই গানটি দিয়ে। গান এক হলেও প্রতিবারের মত এবারও রয়েছে শিল্পী নির্বাচন এবং চিত্রায়নে বৈচিত্র। গানটিতে অংশগ্রহণ করেছেন ইত্যাদিতে প্রদর্শিত ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী হেলাল মিয়ার শিল্পী পরিবার এবং তাদের নেতৃত্বে আরো শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী।

এবারের ঈদ ‘ইত্যাদি’তে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন শিল্পী এ্যান্ড্রু কিশোর। এবারের গানটি তৈরী করা হয়েছে নারী নির্যাতন, তরুনদের মূল্যবোধ ও শিশু অধিকার নিয়ে। আগামী প্রজন্মের জন্য এমন একটি দেশ আমরা রেখে যেতে চাই যার পরিবেশ হবে দূষনমুক্ত, নির্যাতনমুক্ত ও মাদকমুক্ত। এই ভাবধারায় লেখা গানটির প্রথম দু’লাইন হচ্ছে-‘আমাদের ভালোবাসা, আমাদের দেশ-আমাদের ভালোবাসা, সুখী পরিবেশ…’। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু। গানটির চিত্রায়নে এ্যান্ড্রু কিশোরের সঙ্গে কোরিওগ্রাফী করেছেন ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ এর শতাধিক শিক্ষার্থী।

এবারের ঈদের একটি বিশেষ পর্ব হচ্ছে ৪ মিনিটের নাটক। যেখানে দেখা যাবে ভিনগ্রহের তিন মানবের এই পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। ব্যতিক্রমী এই নাট্যাংশে অংশ নিয়েছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির এবং মডেল-অভিনেতা ঈমন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর।

প্রতি ঈদের ইত্যাদির মত এবারের ‘ইত্যাদি’তেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন রয়েছে। আর এতে অংশগ্রহণ করেছেন বিনোদন অঙ্গণের চার তারকা শিল্পী চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, মডেল অভিনেতা নোবেল ও অভিনেত্রী অপি করিম। তাদের সঙ্গে রয়েছেন প্রায় অর্ধশত নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ওয়াসেক।

ঈদ ‘ইত্যাদি’র নানান চমকের একটি হচ্ছে বিশেষ মিউজিক্যাল ড্রামা। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার বিড়ম্বনা এবং

টেলিভিশনের মত আমাদের দৈনন্দিন জীবনে রিমোটের প্রয়োজনীয়তা নিয়ে দু’টি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা করা হয়। একটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা চঞ্চল চৌধুরী আর একটিতে অভিনেতা সাইদ বাবু। সঙ্গে আরো অভিনয় করেছেন আব্দুল আজিজ, কাজী আসাদ, সুব্রত, রতন খান, রকিবুল আলম ও মুকুল সিরাজসহ আরো অনেকে।
শুধু ধারণস্থানের পরিবর্তনেই নয়-প্রায় দুই যুগ ধরে ‘ইত্যাদি’তে বিদেশী নাগরিকদের দিয়েও আমাদের লোকজ সংস্কৃতি, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে। গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হচ্ছে গ্রামীণ বিভিন্ন আচার অনুষ্ঠান ও সমস্যা। বিদেশীদের নিয়ে এবারও রয়েছে তেমনি একটি ব্যতিক্রমী আয়োজন। এই পর্বটিতে সারা পৃথিবীর নানান দেশের অর্ধ শতাধিক বিদেশী নাগরিক অংশগ্রহণ করেছেন। আর এবারের বিষয়বস্তু বাল্য বিবাহ।

প্রতি ঈদের মত এবারও রয়েছে ব্যাপক আয়োজনে বিষয় ভিত্তিক দলীয় সঙ্গীত। সাম্প্রতিক সময়ে আলোচিত কিছু বিষয় নিয়ে তৈরী এবারের দলীয় সঙ্গীতে অংশগ্রহণ করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা। এই পর্বের নৃত্য পরিচালনা করেছেন মামুন।

প্রতিবারই ‘ইত্যাদি’র দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্ন রকম। এবারও তার ব্যাতিক্রম হয়নি। প্রতিটি দর্শকের হাতে একটি করে বর্ণাঢ্য উপকরণ দিয়ে সেখান থেকে বাছাই করা হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের জন্য ৪ জন দর্শক। নির্বাচিত দর্শকদের সাথে পরবর্তী পর্বে অংশগ্রহণ করেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। তবে এবার ইত্যাদির দর্শকরা তাকে দেখবেন ভিন্নরূপে। গান নয়-অভিনয়ে। রয়েছে চার দৃষ্টি প্রতিবন্ধী বোনের ঈদ উদযাপন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।

মামার মানা সত্ত্বেও এবার ঈদেও মৌসুমী ব্যবসায়ী ভাগ্নে নতুন ব্যবসার পরিকল্পনা করেছে। কি সেই ব্যবসা? আর ওদিকে নানী-নাতিকে এবার দেখা যাবে ষ্টুডিওতে দর্শকদের সামনে। নাতির টেলিভিশনে মোবাইল কোর্ট চাওয়া ও আরো অন্যান্য নানা বিষয় তর্ক-বির্তক। ভাগ্নের ব্যবসা এবং নাতির তর্ক-বির্তকের বিষয় সম্পর্কে জানতে হলে ঈদ পর্যন্ত অপো করতেই হবে।

এছাড়া ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রুপাত্বক রসালো নাট্যাংশ রয়েছে। সেলফী ভাইরাস ও সাবধানতা, ফেসবুকের লোড, ঈদের অনুষ্ঠান ও বাহারী পরিকল্পনা, দোরগোড়ায় ঈদের রান্না, মূল্যহ্রাস না মূল্যফাঁস?, গানে গানে রোগীর চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে আরো কয়েকটি নাট্যাংশ রয়েছে। ঈদ ‘ইত্যাদি’র উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-শাহরিয়ার নাজিম জয়, দিপা খন্দকার, এসএম মহসীন, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, আব্দুল কাদের, আফজাল শরীফ, কামাল বায়েজিদ, জিল্লুর রহমান, শেলী আহসান, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, মামুনুল হক টুটু, নিসা, তারিক স্বপন, শামীম, জামিল, সজল, এ্যামিলা, বিলু বড়–য়া, আনোয়ার শাহী, অশোক বড়–য়া, তোহা, বিণয় ভদ্র, সাজ্জাদ সাজু, নজরুল ইসলাম ও আরো অনেকে। ‘ইত্যাদি’র শিল্প নিদের্শনা করেছেন যথারীতি মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন রানা সরকার ও এম.জি.এ মামুন।

প্রতিবারের মত এবারেও ছোট পর্দার বড় আকর্ষন থাকবে ‘ইত্যাদি’। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড। ঈদের পরদিন রাত ১০:১০ মিনিটে। ‘ইত্যাদি’ একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন