এবারের ঈদ আমার জন্য অন্যরকম
ঢাকাই ছবির কুইনখ্যাত নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন বিরতিতে থাকার পর আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি রাজনীতি।
এছাড়াও সম্প্রতি নতুন বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সমসায়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি
* দীর্ঘদিন পর ঈদে শাকিব-অপু জুটির ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে কতটা আশাবাদী আপনি?
** প্রায় বছরখানেক ছবির শুটিং থেকে বাইরে থাকলেও আমার ছবি কিন্তু নিয়মিতই মুক্তি পাচ্ছে। গত বছরের ঈদেও আমার আর শাকিব জুটির ছবি মুক্তি পেয়েছে। এবারের ঈদেও মুক্তি পাচ্ছে। তাই আমাদের ছবি কিন্তু দর্শকরা দীর্ঘদিন পর দেখছেন না। তবে যেহেতু আগে প্রায় প্রতি সপ্তাহেই ছবি মুক্তি পেত সেটা নেই। ‘রাজনীতি’ নিয়ে আমি বেশ আশাবাদী।
* ঈদে শাকিব খানের ‘নবাব’ ও ‘রংবাজ’ এবং কলকাতার জিৎ অভিনীত একটি ছবি মুক্তি পাচ্ছে। এগুলোর মধ্যে রাজনীতি কতটা সফলতা পাবে?
** যতদূর জানি ঈদে মুক্তির জন্য চারটি ছবি নিশ্চিত করা হয়েছে। অথচ এমন ঈদ গেছে যে ঈদে ছয় থেকে সাতটি ছবিও মুক্তি পেয়েছে। ছবির গল্প ভালো এবং অ্যারেঞ্জমেন্ট ঠিক থাকলে দর্শক টানবেই।
* দর্শক রাজনীতি কেন দেখবেন?
** ছবিটি অনেক কারণেই দর্শকরা দেখবেন। এর অন্যতম হচ্ছে এটি তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাসের একেবারে মৌলিক গল্পের ছবি। এতে আমাকে ও শাকিবকে ব্যতিক্রমভাবে উপস্থাপন করা হয়েছে। এর আগে এ ধরনের চরিত্রে আমাদের কখনও দেখা যায়নি। ‘রাজনীতি’ এখানকার মানুষদের বানানো ছবি। একেবারে খাঁটি বাংলাদেশি ছবি।
* প্রস্তাব এলে যৌথ প্রযোজনার ছবিতে কাজ করবেন কী?
** আমার স্বামী শাকিব খান যৌথ প্রযোজনার ছবিতে কাজ করেছেন। তার অভিনীত ‘শিকারি’ ছবিটি বেশ ব্যবসাও করেছে। এবার ঈদেও তার অভিনীত যৌথ প্রযোজনার ছবি রয়েছে। আমার জানা মতে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ছবিগুলো নিয়ম মেনেই হচ্ছে। এরকম ছবির প্রস্তাব এলে আমিও অভিনয় করব।
* সম্প্রতি চিত্রনায়ক রিয়াজের সঙ্গে বিজ্ঞাপনের জুটি হয়েছেন…
** হুম। রিয়াজ ভাইয়ের সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছি। এবার দুই বছরের জন্য প্রতিষ্ঠিত একটি কোম্পানির সব প্লাস্টিক পণ্য, স্টোভ এবং কিচেন সিংক-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তার সঙ্গে বিজ্ঞাপনে জুটি হচ্ছি। ঈদের পর বিজ্ঞাপনগুলোর শুটিং শুরু হবে।
* ঈদ কোথায় করছেন?
** এবারের ঈদটা আমার জন্য অন্যরকম। কারণ আমার জয়কে নিয়ে এবারের ঈদ পালন করছি। ঈদে ঢাকাতেই থাকছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন