এবারের বিপিএলে আইকন হতে চাননি মাশরাফি!

এরই মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একজন আইকন খেলোয়াড় বেড়েছে। সেই খেলোয়াড় হলেন পেসার মুস্তাফিজুর রহমান। আজ সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় অষ্টম আইকন খেলোয়াড় হিসেবে কাটার মাস্টারের নাম চূড়ান্ত হয়। এই সংবাদটি পেয়ে নিশ্চয়ই খুবই খুশি হয়েছেন তরুণ এই বাঁহাতি পেসার। অবাক করার মতো হলেও সত্য, এই আইকনের তালিকা থেকে নিজের নাম সরিয়ে নিতে চেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।
বিষয়টা স্বীকারও করেছেন মাশরাফি। আইকন থাকতে না চাওয়ার কারণ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এরই মধ্যে অবসর নিয়েছি। তাই আমি এবারের বিপিএলে আইকনদের তালিকায় থাকতে চাইনি। নতুন একজন ক্রিকেটারকে সুযোগ দিতে চেয়েছি।’
মাশরাফি না চাইলেও তাঁর নাম তালিকায় ঠিকই রাখা হয়েছে। তা ছাড়া আগের সাত আইকন খেলোয়াড়ের মধ্য থেকেও কোনো পরিবর্তন আনা হয়নি। তাঁরা হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
এরই মধ্যে কুমিল্লা ছেড়ে মাশরাফি রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন। আর বরিশাল ছেড়ে মুশফিক যোগ দিয়েছেন রাজশাহী কিংসে। তামিম চিটাগাং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসে যোগ দেন। আর সাকিব ঢাকা ডায়নামাইটসে ও মাহমুদউল্লাহ খুলনা টাইটানসে আগেই যোগ দিয়েছেন। এখনো দল পাননি সাব্বির ও সৌম্য।
আগামী ২ নভেম্বর শুরু হবে এবারের বিপিএল। আর ৩১ অক্টোবর হবে টুর্নামেন্টের উদ্বোধন। আর এবারের বিপিএল হবে আট দল নিয়ে। দলগুলো হলো-ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস, চিটাগাং ভাইকিংস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, বরিশাল বুলস ও সিলেট সুপারস্টার্স।
Share Tweet
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন