এবারের বিপিএলে ১১ ম্যাচ খেলে মাত্র ৬৪ রান করেছেন লিটন দাস
বিপিএল এখন জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নিজেকে প্রমাণের বড় প্লাটফর্ম। সেই সঙ্গে তরুণ ক্রিকেটার ও জাতীয় দল থেকে বাদ পড়াদেরও সুযোগ থাকে নিজের যোগ্যতা প্রমাণের।
সদ্য শেষ হওয়া বিপিএলের চতুর্থ আসরে জাতীয় দলের ক্রিকেটারদের উপর একটু বেশিই নজর ছিল। কারণ, আসর শেষ হতেই নিউজিল্যান্ড সফরের জন্য দেশ ছাড়তে হয়েছে তাদের।
ক্রিকেটাররাও সুযোগটা বেশ ভালোভাবে লুফে নিয়েছেন। ফর্মে না থাকা মুশফিকুর রহীম নিজেকে ফিরে পেয়েছেন। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে তরুণ মোসাদ্দেক হোসেনও নিজেকে প্রমাণ করেছেন।
এদের বাইরে জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ও অভিজ্ঞ তারকা হতাশ করেছেন বিপিএলে। এর মধ্যে অন্যতম হয়েছেন টাইগার দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস।
এবারের বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের হয়ে ১১ ম্যাচ খেলে মাত্র ৬৪ রান করেছেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন