এবার অশ্বিনের যে টিপস নিতে চান টেস্ট অভিষেকেই ইতিহাস মিরাজ
টেস্ট অভিষেকেই ইতিহাস গড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই তরুণ অফস্পিনার। দলের সঙ্গী হয়ে এবার ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের স্পিনের অন্যতম প্রধান এই অস্ত্র।
ভারতে এই সফরে খেলার পাশাপাশি একটা সুযোগও কাজে লাগাতে চান মিরাজ। বিশ্বের অন্যতম সেরা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছে বোলিং পরামর্শ নিতে চান।
বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে মিরাজ জানিয়েছেনও তেমনটা, ‘অশ্বিন বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার। তাঁর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারলে আমার ক্যারিয়ারের জন্য খুবই কাজে আসবে। আমার লক্ষ্য থাকবে খেলা শেষে তাঁর সঙ্গে কথা বলে কিছু টিপস নেওয়া।’
গত বছর অভিষেকে দারুণ বোলিং করে অশ্বিনের প্রশংসা কুড়িয়েছিলেন মিরাজ। সে সময় অশ্বিন টুইটারে লিখেছিলেন, ‘মেহেদী হাসান নামের অফস্পিনারটা দারুণ।’
অথচ এবার সেই অশ্বিনদের বিপক্ষেই প্রতিদ্বন্দ্বিতায় নামতে হচ্ছে মিরাজকে। দুজনের মধ্যে থাকবে একটা অঘোষিত প্রতিযোগিতাও। শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জিতবে সেটাই এখন দেখার।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগে রোববার থেকে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন