এবার অস্ত্র ঠেকিয়ে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই
যশোরে অস্ত্র ঠেকিয়ে দুই পুলিশ সদস্যের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জনকে আটক করা হলেও ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়নি।
সোমবার সকালে শহরের পুলিশ লাইন টালিখোলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল জাহাঙ্গীর আলম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।
আটক মাহফুজুর রহমান শান্টু (৩৫) টালিখোলা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, কনস্টেবল জাহাঙ্গীর আলম ও শুকুর আলী সকালে নাস্তা করে সাদা পোশাকে পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। টালিখোলা মাদরাসার সামনে পৌঁছলে ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় অস্ত্র ঠেকিয়ে তারা একটি স্যামস্যাং মোবাইল ফোন সেট এবং নগদ আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে সান্টু নামে এক ছিনতাইকারীকে আটক করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সান্টুকে আটক ও মোবাইল ফোন উদ্ধার করা হলেও টাকা উদ্ধার করা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন