এবার আফ্রিদির নামে স্টেডিয়াম
জাতীয় দলের জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন শহিদ আফ্রিদি। জিতেছেন টি-টোয়েন্টিবিশ্বকাপের শিরোপাও। দলটির অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আফ্রিদি। তার-ই প্রতিদান পেলেন তিনি। খাইবার এজেন্সিতে এবার আফ্রিদির নামে স্টেডিয়াম বানালো পাকিস্তান।
আজ বৃহস্পতিবার ‘শহিদ আফ্রিদি ক্রিকেট স্টেডিয়াম’ নামে স্টেডিয়ামটি উদ্বোধন করেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান রাহেল শরিফ। এর আগে উত্তর ওয়াজিরিস্থানে পাকিস্তানের আরেক জীবন্ত কিংবদন্তী ইউনিস খানের নামে স্টেডিয়ামের উদ্বোধন করেছিলেন তিনি।
এদিকে ‘শহিদ আফ্রিদি ক্রিকেট স্টেডিয়াম’ নামে স্টেডিয়ামটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে আফ্রিদিকে আমন্ত্রণ জানান পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান। বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে পাকিস্তানে চলে যান আফ্রিদি।
যে কারণে দেশে ফিরে গেলেন রংপুরের সবচেয়ে বড় তারকা আফ্রিদি..!!
আগামী ২৯ নভেম্বর রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দেবেন আফ্রিদি। তাকে ছাড়া তিনটি ম্যাচ খেলতে হবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটিকে। এমনটাই জানিয়েছেন রংপুরের মিডিয়া ম্যানেজার এম এ বাকী।
নিজের নামে স্টেডিয়াম হওয়ায় রীতিমতো উচ্ছ্বসিত আফ্রিদি। এর জন্য নিজেকে গর্বিত ভাবছেন তিনি। উদ্বোধন শেষে টুইটার পেজে আফ্রিদি লিখেছেন, ‘আজ আমি সম্মানিত (নিজের নামে স্টেডিয়ামে হওয়ায়)। গর্ববোধ করছি। খাইবার এজেন্সিতে রাহেল শরিফের সঙ্গে স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন