এবার আরামবাগের কাছে হারল শেখ জামাল

টানা তিন ম্যাচ হারের স্বাদ নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগে টানা ৯ ম্যাচ জয়ের পর মোহামেডানের বিপক্ষে পরাজয়ের স্বাদ পায় শেখ জামাল। এরপর শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ১-০ গোলে পরাজয়ের পর আজ আরামবাগের কাছে ২-০ গোলে হেরেছে ক্লাবটি।
প্রথমার্ধের শেষ দিকে ইয়োকো সামনিকের রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়েও আব্দুল্লাহ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পর আত্মঘাতী গোলে এগিয়ে যায় আরামবাগ। ৪০তম মিনিটে ডান দিক থেকে রবিউল হাসানের নেওয়া কর্নার গোলরক্ষক সুজন হোসেন ফিস্ট করার পর ডিফেন্ডার দিদারুল হক নিজেদের জালেই বল জড়ান।
৬০তম মিনিটে আরামবাগের জয়সূচক গোলটি করেন মোহাম্মদ আব্দুল্লাহ। সামনিকের থ্রু পাস ধরে দারুণভাবে বল জালে জড়ান এই মিডফিল্ডার। এই ম্যাচের মাধ্যমে লিগে চতুর্থ জয় তুলে নিল সাইফুল বারী টিটোর দল। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দলটি বর্তমানে ৬ষ্ঠ স্থানে আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন