এবার আসছে ফেসবুকের স্মার্ট গ্লাস

গুগল গ্লাসের মত স্মার্ট গ্লাস তৈরি করার কথা জানাল ফেসবুক। সম্প্রতি বার্ষিক ডেভেলপারস সম্মেলন এফ ৮ এ এই কথা জানান হয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এমনই একটি স্মার্ট গ্লাসের প্রোটোটাইপ সামনে নিয়ে আসে। এ সময় জুকবারবার্গ জানিয়েছেন, তারা এমন একটি গ্লাস উৎপাদন করতে চায় যেটি দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিলিয়েটি উপভোগ করা যাবে। এটি গুগল গ্লাসের চেয়ে খুব একটি বেশী তফাৎ হবে না। জুকারবার্গ বলেন, ‘অগমেন্টেড রিয়েলিটি আপনাকে বিশ্ব দেখার সুযোগ করে দেবে। কিন্তু সেটি হবে বাস্তব জগতের ওপর ভিন্ন প্রলেপ।’
ফেসবুক ছাড়াও অগমেন্টেড টেকনোলজি নিয়ে কাজ করছে মাইক্রোসফট। সংস্থাটি ইতোমধ্যে হলোলেন্স তৈরি করেছে। অন্যদিকে স্ন্যাপচ্যাটও এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। অন্যদিকে গুগলও তাদের স্মার্ট গ্লাসের নতুন ভার্সন বাজারে আনতে কাজ করে যাচ্ছে। ফেসবুকের এই স্মার্ট গ্লাসের কাজ ঠিক কবে থেকে শুরু হবে সে বিষয়ে জুকারবার্গ বিস্তারিত কিছু জানায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন