এবার ইংলিশ কাউন্টি খেলতে যাচ্ছেন মিরাজ!
এর আগে দেশের বেশ কয়েকজন ক্রিকেটার কাউন্টি ক্রিকেটে খেলেছেন। এবার সুযোগ পেতে যাচ্ছেন নতুন কয়েকজন ক্রিকেটার। ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ।
ঐতিহ্যবাহী এই ক্রিকেট আসরে তাদের খেলার সুযোগ করে দিতে ঢাকায় অবস্থান করছেন লন্ডন ভিত্তিক একটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা আতিক চৌধুরী।
বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের প্রতি আগ্রহ আছে কাউন্টি দলগুলোর। দলগুলোর সাথে যোগাযোগ করে এই প্রতিষ্ঠানটি এই আগ্রহের কথা জানতে পারে। তারা এই দুই তরুনের ব্যাপারে বেশ ইতিবাচক সাড়া পেয়েছেন বলেই বাংলাদেশে ছুটে এসেছেন।
আপাতত দু’পক্ষের মধ্যে চলছে আলাপ-আলোচনার কাজ। সেই আলাপ ফলপ্রসু হলে শিগগিরই এই দুই ক্রিকেটারের কাউন্টি ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ হবে।
এর আগে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা গেছে কাউন্টি ক্রিকেটে। তারা হলেন – সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। এবার ইমরুল কায়েসেরও কাউন্টি ক্রিকেটে অংশ নেওয়ার গুঞ্জন শোনা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন