এবার ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে থাকছে টাইগার পেসারদের নতুন চমক!

চট্টগ্রামে ইংলিশদের বিপক্ষে মাত্র দুই পেসার শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে একাদশ সাজিয়েছিল টাইগাররা। কিন্তু ইংলিশদের ২০ উইকেটের মধ্যে মাত্র একটি উইকেট গিয়েছে পেসারদের খাতায়।
মূলত চট্টগ্রামের উইকেট স্পিন সহায়ক হওয়ার পাশাপাশি দুই পেসার নিয়ে একাদশ সাজানোর মুল কারণ বাকি বোলারদের ইনজুরি ও ফর্ম।
মুস্তাফিজুর রহমান ইনজুরিতে, সেটা সবারই জানা। শাহাদাত হোসেন ও রুবেল হোসেন নেই ফর্মে।
এছাড়াও টেস্ট সিরিজ শুরু পূর্বে ইনজুরিতে পড়েছিলেন টাইগারদের টেস্ট দলের নিয়মিত নিয়মিত সদস্য মোহাম্মাদ শহীদ।
এদিকে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হচ্ছে ঢাকায়। আর ঢাকা টেস্টের পূর্বে গুঞ্জন শোনা যাচ্ছে যে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে চাইছেন দ্বিতীয় টেস্টে পেস বোলিং বিভাগে পরিবর্তন।
পেসার রুবেল ও আল আমিন হোসেন বল হাতে ফর্মে ফিরে আসার জন্য নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আরেক পেসার শহীদও ইনজুরি থেকে সেরে উঠেছেন। তাই ঢাকা টেস্টে এই তিন জনের একজন বা দুইজনকে দেখা জাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
তাইতো দ্বিতীয় টেস্টের পূর্বে এই তিন পেসারের মুখে শোনা গেলো আত্মবিশ্বাসের কথা। পেসার রুবেল ও আল-আমিন জানান, তারা দুইজনই ফর্মে ফিরে আসার জন্য জোরে সোরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় টেস্টে সুযোগ পেলে অবশ্যই সেটা কাজে লাগাবেন তারা।
আরেক পেসার শহীদ জানিয়েছেন, আমি এখন পুরোপুরি ফিট। প্রথম টেস্টে সুযোগ পেলে নিজের সেরা খেলাটা দেয়ার চেস্টা করবো।
উল্লেখ্য যে, আগামী ২৮শে অক্টোবর শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন