শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার ইংল্যান্ডের রাণীর বিরুদ্ধে মামলা

ব্রিটেনের রাজপরিবারের কাছে আছে এক বহুমূল্য হীরে। সর্বশেষ ব্রিটিশ নিলাম ঘরের তথ্যানুযায়ী ওই হীরের দাম আনুমানিক একশ মিলিয়ন ডলার। নিয়ম অনুযায়ী, ইংল্যান্ডের রাজা বা রানীই হন ওই বহুমূল্য হীরের উত্তরাধিকারসূত্রে মালিক। সেই হিসেবে বর্তমানে হীরেটির মালিক রানী এলিজাবেথ দ্বিতীয়। কিন্তু আর হয়তো বেশিদিন ওই হীরে নিজেদের অধিকারে রাখতে পারবেন না ব্রিটিশ রাজপরিবার। কারণ কিছুদিন আগেই ভারতীয় এক ব্যবসায়ি লন্ডনের উচ্চ আদালতে ইংল্যান্ডের রানীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন এই মর্মে যে, ইংল্যান্ডের রাজপরিবারের কাছে থাকা হীরেটি মূলত ভারতের এবং ব্রিটিশরা সেই হীরে চুরি করে নিয়ে যায়।

ভারতীয় ওই ব্যবসায়ি এবং বলিউড তারকাদের দাবি যে, ব্রিটিশ সরকারের উচিত অনতিবিলম্বে ওই ১০৫ ক্যারেটের হীরেটি ভারত সরকারকে দিয়ে দেয়া। কারণ হীরেটির আসলে তার নিজ দেশেই থাকা উচিত। কিন্তু মজার বিষয় হলো, ওই মামলাটি এমন এক সময়েই করা হয় যখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ আমন্ত্রনে খোদ বাকিংহ্যাম প্যালেসে অবস্থান করছিলেন। যদিও ব্রিটিশ রাজকীয় সূত্র জানায়, ওই মামলা অনুষ্ঠানের উপর কোনো প্রভাব ফেলেনি।

১০৫ ক্যারেটের ওই হীরেটির নাম আসলে কোহিনূর। কিংবদন্তী আছে, কোহিনূর হীরে একমাত্র দেবতা কিংবা কোনো নারীই পরিধান করতে পারে। ভারতে ব্রিটিশ উপনিবেশিক আমলে ওই হীরেটি চুরি করে নিয়ে যায় ব্রিটিশ সেনাবাহিনীর একাংশ। ডেভিড ডি সুজা নামের এক ভারতীয় এই মামলার খরচ এবং প্রচার প্রচারণায় রয়েছেন। তার মতে, ‘ভারত থেকে লুট করে নিয়ে যাওয়া অনেক পুরাকৃত্ত্বিক নিদর্শনের মধ্যে কোহিনূর অন্যতম। ভারতের মেরুদন্ড ভেঙ্গে দেয়ার জন্যই ব্রিটিশরা ওই সম্পদ লুট করেছিল।’

এবিষয়ে বলিউড তারকা ভূমিকা সিং বলেন, ‘কোহিনূর শুধুমাত্র ১০৫ ক্যারেটের একটি হীরেই নয়। এটা আমাদের ইতিহাস এবং সংস্কৃতির অংশ, সন্দেহাতীতভাবেই একে আমাদের দেশে ফিরিয়ে আনা দরকার।’ ১৮৫১ সালে ভারত থেকে লুট করা ওই হীরে তৎকালীন রানী ভিক্টোরিয়াকে উপহার দেয়া হয়েছিল। এরপর থেকে যতবারই হীরেটি ভারতের কাছে ফিরিয়ে দেয়ার কথা হয়েছে, ততবারই সেই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য।

গত রোববার ডেইলি মেইলকে দেয়া সাক্ষাতকারে ঐতিহাসিক অ্যান্ড্রু রবার্টস বলেন, ‘ওই হীরে গত তিন শতক ধরে ব্রিটিশ রাজপরিবারে আছে এবং সেটা যেখানে থাকার কথা সেখানেই আছে। ওই হীরে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক মনে করিয়ে দেয়। অর্থাৎ আজ ভারতের যে আধুনিকায়ন, উন্নতি, নিরাপত্তা, গণতান্ত্রিক রূপান্তর সবকিছুই এখান থেকে গেছে। উপমহাদেশের ইতিহাসে ব্রিটিশ রাজপরিবারের অবদান রয়েছে। ব্রিটেনের কাছে এমন অনেক কারণ আছে যেগুলো দিয়ে কোহিনূর নিজেদের কাছে রাখা যায়। এটা বৈধভাবেই আমাদের দেশে আছে।’

ভারতীয়দের করা নতুন মামলার প্রেক্ষিতে ইতোমধ্যেই ঢাল তলোয়ারে শান দিয়ে বসেছে ব্রিটেনের ঐতিহাসিক থেকে বিশেষজ্ঞরা। বিভিন্ন তথ্য উপাত্ত দেখিয়ে তারা প্রমাণ করবার চেষ্টা করছেন যে, ভারত এবং ব্রিটিশ সরকারের মধ্যকার চুক্তি মোতাবেকই ওই হীরেটি ব্রিটেনে পাঠানো হয়। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে, কোহিনূর হীরের দাবিদার শুধুই ভারত নয়। পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানও ওই হীরেকে নিজেদের বলে দাবি করেন। কারণ ভারতে মোঘল দরবারে ঠিক কিভাবে ওই হীরেটি এসেছিল তা সঠিক করে বলা যায় না।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা জার্মানির এবং পোল্যান্ডের অনেক মূল্যবান লুট করেছিল। কিন্তু পরবর্তী সময়ে জার্মানি এবং পোল্যান্ডের মামলার প্রেক্ষিতে অনেক লুটকৃত সম্পদ ফিরিয়ে দিতে বাধ্য হয় ব্রিটেন। ধারণা করা হচ্ছে, ভারতীয় আইনজীবিরা এরকম অনেকগুলো মামলাকে আমলে এনেই চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন। কারণ শুধু ‘ট্রেসপাস টু গুডস’ ধারায় মামলা করলে ভারতের পক্ষে ওই হীরে ফিরিয়ে আনা সম্ভব হবে না। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের ধারা অনুযায়ী ব্রিটেনকে যুদ্ধাপরাধী হিসেবে দাড় করিয়ে মামলা করলে কোহিনূর ভারতে ফিরে যাবার সম্ভাবনা রয়ে যায় বলে মনে করেন অনেক জাদরেল ঐতিহাসিক।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের