এবার ইউরোপ আর উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে শিকারি!

দুই বাংলায় ঝড় তোলা যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব খান-শ্রাবন্তীর `শিকারি` এবার মুক্তি পেতে যাচ্ছে ইউরোপ-আমেরিকায়! `শিকারি` ছবির কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা এক টুইট বার্তায় জানিয়েছেন, `আগামীতে উত্তর আমেরিকা ও ইউরোপে `শিকারি` মুক্তি দেয়া হবে।
বাংলাদেশী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডার প্রযোজনায় ‘শিকারী’ গত ঈদে বাংলাদেশে মুক্তি পায়। এক মাস পূর্ণ হবার আগেই ব্যবসাসফল ছবির তালিকার শীর্ষে উঠে যায়। সেই সঙ্গে নতুন রুপে হাজির হয়ে প্রচুর প্রশংসা অর্জন করেন শাকিব খান। বাংলাদেশ জয় করে আগামী ১২ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শিকারি’। সেই প্রচারণায় অংশ নিতে শাকিব এখন কলকাতায়।
এর মাঝেই অশোক ধানুকার সেই টুইট বার্তা। মূলত, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাঙালিদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ছবিটির প্রযোজক সংস্থা এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়া। জানা গেছে, আপাতত ছবিটি মুক্তির জন্য আমেরিকা, কানাডা এবং ফ্রান্স এই তিন দেশ চূড়ান্ত হয়েছে। ভবিষ্যতে আরো কয়েকটি দেশে ‘শিকারি’ মুক্তি পরিকল্পনা আছে বলেও জানায় দু`দেশের প্রযোজনা প্রতিষ্ঠানের। শিকারি ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দেব ও বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন