এবার একসঙ্গে পড়শী-আরফিন রুমি

দেশের জনপ্রিয় দুই সংগীত তারকা পড়শী ও আরফিন রুমি। তাদের একসঙ্গে গাওয়া বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তার তুঙ্গে ছিলো। আবারো শ্রোতাদের নতুন গানউপহার দিতে আসছেন সফল এই গানের জুটি।সম্প্রতি ‘শুধু তুমি’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। ফয়সাল রাব্বিকীনের কথায় এ গানটির সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। সিএমভি থেকে দু-একদিনের মধ্যে প্রকাশ পেতে যাওয়া আরফিন রুমির ‘তোমারই নামে’ শীর্ষক অ্যালবামে থাকছে গানটি। এ অ্যালবামে আরফিন রুমির মোট তিনটি গান থাকছে। গান তিনটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। তিনটির মধ্যে একটি একক গান ও দুটি দ্বৈত। এর মধ্যে থেকে ‘শুধু তুমি’ শীর্ষক একটি দ্বৈতগানে কন্ঠ দিলেন পড়শী।রোমান্টিক কথার এ গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘গানটি যেন তৈরিই হয়েছিলো পড়শীর জন্য। রেকর্ডিং করার পর এমনটাই মনে হয়েছে। অসাধারণ গেয়েছেসে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর আমি ও পড়শী নতুন কোন গান একসঙ্গে করলাম। আশা করছি ভালো লাগবে সবার।’অন্যদিকে পড়শী বলেন, ‘শুধু তুমি’ গানটি আমার খুব মনে ধরেছে। কথা-সুর ও সংগীতের দিক দিয়ে অনেক মিষ্টি ও ভিন্নধর্মী একটি গান এটি। প্রথমবার শুনার পরই গানটি মাথায় সেট হয়ে গিয়েছিলো। এটি গাইতেও অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে রুমির সুরে গান করা হয়নি পড়শীর। তবে এবার এই গানের মাধ্যমে শ্রোতাদের নতুন চমক দেখাবেন বলেই মনে করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন