এবার একসঙ্গে পড়শী-আরফিন রুমি

দেশের জনপ্রিয় দুই সংগীত তারকা পড়শী ও আরফিন রুমি। তাদের একসঙ্গে গাওয়া বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তার তুঙ্গে ছিলো। আবারো শ্রোতাদের নতুন গানউপহার দিতে আসছেন সফল এই গানের জুটি।সম্প্রতি ‘শুধু তুমি’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। ফয়সাল রাব্বিকীনের কথায় এ গানটির সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। সিএমভি থেকে দু-একদিনের মধ্যে প্রকাশ পেতে যাওয়া আরফিন রুমির ‘তোমারই নামে’ শীর্ষক অ্যালবামে থাকছে গানটি। এ অ্যালবামে আরফিন রুমির মোট তিনটি গান থাকছে। গান তিনটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। তিনটির মধ্যে একটি একক গান ও দুটি দ্বৈত। এর মধ্যে থেকে ‘শুধু তুমি’ শীর্ষক একটি দ্বৈতগানে কন্ঠ দিলেন পড়শী।রোমান্টিক কথার এ গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘গানটি যেন তৈরিই হয়েছিলো পড়শীর জন্য। রেকর্ডিং করার পর এমনটাই মনে হয়েছে। অসাধারণ গেয়েছেসে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর আমি ও পড়শী নতুন কোন গান একসঙ্গে করলাম। আশা করছি ভালো লাগবে সবার।’অন্যদিকে পড়শী বলেন, ‘শুধু তুমি’ গানটি আমার খুব মনে ধরেছে। কথা-সুর ও সংগীতের দিক দিয়ে অনেক মিষ্টি ও ভিন্নধর্মী একটি গান এটি। প্রথমবার শুনার পরই গানটি মাথায় সেট হয়ে গিয়েছিলো। এটি গাইতেও অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে রুমির সুরে গান করা হয়নি পড়শীর। তবে এবার এই গানের মাধ্যমে শ্রোতাদের নতুন চমক দেখাবেন বলেই মনে করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন